Realme C85 Series Features a Massive 7,000mAh Battery
Photo Credit: Realme
Realme C85 সিরিজ অবশেষে লঞ্চ হয়ে গেল। সংস্থা লাইনআপটির অধীনে Realme C85 5G ও Realme C85 Pro বাজারে এনেছে। উভয় স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি ও হাই রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। Realme C85 সিরিজে 144 হার্টজ AMOLED ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, টপ-গ্রেড IP69 Pro জল এবং ধুলো-প্রতিরোধী রেটিং, 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম, NFC, ডুয়াল স্পিকার, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, 6,050 স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও Android 15 অপারেটিং সিস্টেম আছে। প্রসঙ্গত, 200 মেগাপিক্সেল ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফ্ল্যাগশিপ Realme GT 8 Pro এই মাসে ভারতে আসছে।
Realme C85 Pro ফোনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,000 নিট ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও FHD+ রেজোলিউশন (1,0800 x 2,340 পিক্সেল) সাপোর্ট করে। এটি Snapdragon 685 প্রসেসরে রান করে। এর সঙ্গে Adreno 610 জিপিইউ, 8 জিবি পর্যন্ত র্যাম, ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ আছে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 7,000mAh ও এটি 45W ফাস্ট চার্জিং সমর্থন করে।
রিয়েলমি সি85 প্রো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়েছে। ফোনটি 8.09 মিমি পুরু ও ওজন 205 গ্রাম। এটি ভিয়েতনামে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। দাম 6,490,000 ভিয়েতনামী ডং থেকে শুরু হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,000 টাকা। হ্যান্ডসেটটি কবে ভারতে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
Realme C85 5G একটি 6.8 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস, 256 পিপিআই পিক্সেল ডেনসিটি, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HD+ রেজোলিউশন (1,570 x 720 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটির Dimensity 6300 প্রসেসর ARM Mali-G67 MC2 জিপিইউ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজর সঙ্গে যুক্ত। এই ফোনেও 7,000mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
রিয়েলমি সি85 5G মডেলটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX882) এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। এই ফোন 8.38 মিমি পুরু ও ওজন 208 গ্রাম। হ্যান্ডসেটটি ভিয়েতনামে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ বিক্রি হচ্ছে। এর দাম 7,690,000 ভিয়েতনামী ডং যা ভারতীয় মুদ্রায় প্রায় 26,000 টাকা। এটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.