Realme C85 5G মডেলটির স্পেসিফিকেশন Realme 15x-এর মতোই। দুই ফোনের মধ্যে তফাৎ বেশি নেই। প্রসেসর, ডিসপ্লে, ও ব্যাটারি একই থাকবে, শুধু ক্যামেরা ডাউনগ্রেড করে কম দামে আসবে। Realme 15x 5G মডেলে 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সহ 6.8 ইঞ্চি ডিসপ্লে আছে।
Realme C85 Pro ফোনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,000 নিট ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। অন্য দিকে, Realme C85 5G মডেলটির LCD ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।