Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition Comes With a Custom-Designed Box
Photo Credit: Realme
Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition আত্মপ্রকাশ করল। সাধারণ Realme GT 8 Pro ভারতে লঞ্চ হওয়ার দশ দিন আগে লিমিটেড এডিশন মডেলটির উপর থেকে পর্দা সরিয়েছে সংস্থা। রিয়েলমি ও লাক্সারি গাড়ি নির্মাতা অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিম যৌথ ভাবে স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি অ্যাস্টন মার্টিনের সিগনেচার সবুজ রঙে সজ্জিত। হ্যান্ডসেটটির পিছনে সোনালী রঙে "Aramco ফর্মুলা ওয়ান টিম" ব্র্যান্ডিং ও সিলভার উইং লোগো যুক্ত করা হয়েছে। Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন 200 মেগাপিক্সেল ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে।
রিয়েলমি জিটি 8 প্রো 8 প্রো অ্যাস্টন মার্টিন এফ1 লিমিটেড এডিশনে অ্যাস্টন মার্টিনের বিখ্যাত সবুজ রঙ ব্যবহার হয়েছে। ফোনটি একটি এক্সক্লুসিভ বাক্সের সঙ্গে এসেছে। এতে কাস্টম রেসিং কার অ্যাসেম্বলি কিট, ফর্মুলা ওয়ান গাড়ির আদলে সিম ইজেক্টর পিন, দু'টি আলাদা থিমের ফোন কেস, ও চার্জার পাওয়া যাবে। F1 রেসিং গাড়ি থেকে অনুপ্রাণিত কাস্টম UI এলিমেন্ট, এক্সক্লুসিভ ওয়ালপেপার, এবং ক্যামেরা ওয়াটারমার্ক রয়েছে নতুন মডেলে।
উপরের বৈশিষ্ট্যগুলি লিমিটেড এডিশনকে স্ট্যান্ডার্ড Realme GT 8 Pro থেকে আলাদা করেছে। ডিজাইন ও এক্সক্লুসিভ অ্যাক্সেসরিজ ব্যতীত, এর কনফিগারেশন ও সমস্ত ফিচার্স সাধারণ প্রো মডেলটির মতো রাখা হয়েছে। স্মার্টফোনটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফোনটির সামনে 6.79 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 2K (1,440x3,136 পিক্সেল) রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 7,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সমর্থন করে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি। এটি 120 ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Realme GT 8 Pro Aston Martin F1 লিমিটেড এডিশনের দাম চীনে 5,499 ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 টাকা। এটি 16 জিবি র্যাম এবং 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ। উল্লেখ্য, সাধারণ GT 8 Pro-এর দাম চীনে 3,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা) থেকে শুরু হচ্ছে। 16 জিবি র্যাম এবং 1 টিবি মডেলের দাম 5,199 ইউয়ান (প্রায় 61,000 টাকা)। Realme GT 8 Pro নভেম্বর 20 ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.