Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!
Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন স্মার্টফোনে বিশেষত্ব লুকিয়ে তার ডিজাইনে। ফোনটির ব্যাক প্যানেলের সোনালী রঙে "ফর্মুলা ওয়ান টিম" ব্র্যান্ডিং, কার্বন ফাইবার টেক্সচার, এবং এরোডায়নামিক ডুয়াল উইং কার্ভস আছে। ইন্টারচেঞ্জেবল ব্যাক ক্যামেরা একক্লোজার থাকার ফলে ফোনটিতে কাস্টমাইজেশনের সুবিধা মিলবে।