চলতি সপ্তাহে বাজারে আসছে Realme Narzo 10। এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সম্প্রতি Realme প্রধান মাধব শেঠ টুইটারে এই তথ্য জানিয়েছেন। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh। Narzo 10 এর সঙ্গেই বাজারে আসবে Narzo 10A। Narzo 10A -র পিছনে তিনটি ক্যামেরা থাকবে।
টুইটারে মাধব শেঠ জানিয়েছেন Realme Narzo 10 এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল সেন্সর। তিনিও আরও জানিয়েছেন বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই ক্যামেরায় আরও ভালো তোলা যাবে।
We introduced our first 48MP Quad Camera smartphone in Aug'19 and since then we have constantly improved the software for amazing photography results. #FeelThePower with #realmeNarzo10!
— Madhav 5G (@MadhavSheth1) March 21, 2020
Launching it online on 26th March at 12:30PM. pic.twitter.com/ea8aeabqWU
26 মার্চ এক অনলাইন অনুষ্ঠান থেকে ভারতে লঞ্চ হবে Realme Narzo 10 ও Narzo 10A। সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme। অন্যদিকে সম্প্রতি থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। সেই ফোনের নাম বদলে ভারতে আসতে পারে Narzo 10A।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছিল 15,000 টাকা দামে ভারতে লঞ্চ হতে পারে Narzo 10। এই ফোনের ভিতরে থাকতে পারে MediaTek Helio G80 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন