Realme Neo 8 features a transparent rear panel with Halo lighting
Photo Credit: Realme
Realme Neo 8 জানুয়ারি মাসেই লঞ্চ হচ্ছে। জল্পনা শোনা যাচ্ছে যে এটি রিয়েলমির প্রথম 8,000mAh ব্যাটারি এবং 165 হার্টজ রিফ্রেশ রেট-যুক্ত স্মার্টফোন হবে। সংস্থার তরফে এবার ফোনটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ কিলার মডেলের ডিজাইন নজর কাড়তে বাধ্য। এতে RGB লাইটিং রয়েছে যা 2023 সালের আগস্টে লঞ্চ হওয়া Realme GT5-এর স্মৃতি ফিরিয়ে এনেছে। অফিসিয়াল টিজার ইমেজে Realme Neo 8-এর ক্যামেরা মডিউলে "120x" লেখা দেখা গেছে। অর্থাৎ ডিভাইসটি পেরিস্কোপ টেলিফটো লেন্সের সঙ্গে বাজারে আসছে। চলুন দেখে নিই আসন্ন ফোনটিতে আর কী কী চমক অপেক্ষা করছে।
রিয়েলমি নিও 8 মডেলের সাইবার পার্পল কালার অপশনের ছবি প্রকাশ হয়েছে। ফোনে নাথিং-এর মতো স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) ব্যাক প্যানেল আছে, যার মাধ্যমে ভিতরের প্যাটার্ন আংশিকভাবে দেখা যাচ্ছে। এটি ডিভাইসে আধুনিক ও হাই-টেক লুকস যোগ করেছে। ক্যামেরা মডিউলের পাশে সিগনেচার Halo লাইটিং ফিচার রয়েছে। এটি চার্জিং চলাকালীন কিংবা নোটিফিকেশন আসার সময় জ্বলে উঠবে।
Realme Neo 8 Cyber Purple
Photo Credit: Realme
Realme Neo 8-এর-এর ক্যামেরা মডিউলের পাশে "120x" লেখা আছে। এটি লং-রেঞ্জ জুমের সুবিধা সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার উপস্থিতির দিকে ইঙ্গিত করছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে ও সেগুলি Realme GT 8-এর স্টাইলে সাজানো হয়েছে। রিয়েলমি জানিয়েছে, Neo 8 সিরিজের প্রতিটি মডেলে মেটাল ফ্রেমের সঙ্গে কাঁচের ব্যাক প্যানেল থাকবে। তারা প্লাস্টিক বডি ব্যবহার করবে না।
সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, Realme Neo 8 একটি 6.78 ইঞ্চি Samsung অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এটি 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটি সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন নিয়ে আসবে। এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যা LPDDR4x র্যাম এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।
শোনা যাচ্ছে, ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 8,000mAh ব্যাটারি। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। আসন্ন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। তবে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটি জানুয়ারিতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। আশা করা যায়, লঞ্চের দিনক্ষণ শীঘ্রই ঘোষণা হবে।
প্রসঙ্গত, পূর্বসূরী Realme Neo 7 লঞ্চ হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। এই ফোনে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, Dimensity 9300+ চিপসেট, 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.