একটি ই-কমার্স সাইটের লিস্টিং থেকে Realme P3 Lite 4G-এর দাম, স্পেসিফিকেশন, ও ডিজাইন প্রকাশ্যে এসেছে।
Photo Credit: GSMArena
Realme P3 Lite 4G সাপোর্ট করে 16 জিবি ভার্চুয়াল র্যাম
Realme P3 Lite 5G সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে। এটি এই দেশে রিয়েলমির P লাইনআপের সবচেয়ে কম দামের মডেল। এবার একই নামে সংস্থার একটি নতুন 4G মডেল গ্লোবাল মার্কেটে আসতে চলেছে। Realme P3 Lite 4G এখন একটি ই-কমার্স ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। সেখান থেকে এর স্পেসিফিকেশন, দাম, ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। স্মার্টফোনটিতে Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে রিয়েলমি। শক্তিশালী 6,000mAh ব্যাটারিও আছে। IP54 রেটিং ডিভাইসটিকে জল এবং ধুলো থেকে কিছুটা সুরক্ষিত রাখবে। Realme P3 Lite 4G-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 16 জিবি পর্যন্ত র্যাম (8 জিবি ভার্চুয়াল), NFC 360, ও আর্মরশেল বিল্ড।
লিস্টিং অনুসারে, রিয়েলমির নতুন ফোনের সামনে 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এই প্যানেল 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং HD+ রেজোলিউশন (720 x 1,604 পিক্সেল) সাপোর্ট করে। স্মার্টফোনটি ইউনিসক টি7250 চিপসেট দ্বারা চালিত, যা 8 জিবি র্যাম + 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি ভার্চুয়াল + 8 জিবি ফিজিক্যাল) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এটি Android 15-নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। আর সামনের দিকে, f/2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। Realme P3 Lite 4G-তে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি দাবি করেছে, ফুল চার্জ থাকা অবস্থায় এই ব্যাটারি দুই দিন চলবে এবং টানা 14 ঘন্টা ইউটিউব চালানো যাবে। ফোনটি 7.79 মিমি পুরু এবং ওজন 196 গ্রাম।
রিয়েলমির নতুন মডেলটি গুগল জেমিনাই ইন্টিগ্রেশনের সঙ্গে এসেছে। এতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP54 রেটেড বিল্ড আছে। এছাড়া, কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ 5.2, GPS, GLONASS, Wi-Fi, USB Type-C পোর্ট, ইত্যাদি। এতে Armorshell বিল্ড আছে। হ্যান্ডসেটটি NFC 360 সমর্থন করে যা কাছাকাছি থাকা ডিভাইসগুলির মধ্যে ওয়্যারলেস কমিউনিকেশন সম্ভব করেছে।
Realme P3 Lite 4G পোলান্ডের Euro.com.pl ই-কমার্স ওয়েবসাইটে 599 পিএলএনে তালিকাভুক্ত করা আছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 14,000 টাকা। এটি 8 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম। হ্যান্ডসেটটি সাদা এবং সবুজ রঙে উপলব্ধ। ফোনটি ভারতে আসবে কিনা, তা জানা যায়নি। উল্লেখ্য, Realme P3 Lite 5G-এর দাম 10,499 টাকা থেকে শুরু। এটি মিডনাইট লিলি, পার্পেল ব্লসম, ও লিলি হোয়াইট রঙে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন