Realme Q ফোনের ভিতরে Snapdragon 712 চিপসেট থাকছে। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme 5 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল।
Photo Credit: Weibo
Realme Q ফোনে Snapdragon 712 চিপসেট থাকছে
কয়েক দিন পরেই চিনে লঞ্চ হবে Realme Q। সম্প্রতি এই ফোনের টিজার প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। Realme Q ফোনের ভিতরে Snapdragon 712 চিপসেট থাকছে। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme 5 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। অনেকেই মনে করছে Realme 5 Pro এর নাম বদলে চিনে লঞ্চ হবে Realme Q।
ইতিমধ্যেই চিনে Realme Q ফোনের টিজার সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে Realme Q ফোনে Snapdragon 712 চিপসেট থাকবে। সাথে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme 5 Pro ফোনে একইউ স্পেসিফিকেশন ব্যবহার হয়েছিল।
সম্প্রতি Realme Q ফোনের রিটেল বাক্সের সাথেই এই ফোনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। সেখানে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে।
এই খবর সত্যি হলে Realme Q ফোনে Realme 5 Pro ফোনের স্পেসিফিকেশন দেখা যাবে। নীচে সম্প্রতি ভারিতে লঞ্চ হওয়া Realme 5 Pro ফোনের স্পেসিফিকেশন দেখে নিন।
Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।
ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Interstellar Comet 3I/ATLAS Shows Rare Wobbling Jets in Sun-Facing Anti-Tail
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year