5 সেপ্টেম্বর চিনে Realme Q সিরিজ লঞ্চের খবর নিশ্চিত হল। কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন 5 সেটেম্বর Realme Q সিরিজের চারটি নতুন স্মার্টফোন লঞ্চ হবে।
সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme Q সিরিজের চারটি নতুন স্মার্টফোন
5 সেপ্টেম্বর চিনে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme। কয়েক দিন ধরেই এই লঞ্চের টিজার প্রকাশ করছে চিনের কোম্পানিটি। সাম্প্রতিকতম টিজারে ‘Q' অক্ষরটি প্রকাশ করেছে Realme। এর ফলে 5 সেপ্টেম্বর চিনে Realme Q সিরিজ লঞ্চের খবর নিশ্চিত হল। কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন 5 সেটেম্বর Realme Q সিরিজের চারটি নতুন স্মার্টফোন লঞ্চ হবে।
কয়েক দিন ধরেই সোশ্যাল মিশিয়ায় 5 সেপ্টেম্বর নতুন স্মার্টফোন লঞ্চের টিজার প্রকাশ করছে Realme। চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। এবার চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে পোস্ট করে পোস্টারে ‘Q' অক্ষর দেখা গেল। তবে এখনও Realme Q সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। সম্প্রতি 64MP ক্যামেরার Realme XT ফোনের ছবি ও স্পেসিফিকেশন সামনে এনেছে চিনের কোম্পানিটি।
Realme XT ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। থাকবে 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Realme XT ফ্যোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।
যদিও Realme Q সিরিজের স্মার্টফোনের কোন স্পেসিফিকেশন জানা যায়নি। টিজার থেকে জানা গিয়েছে এই ফোনের ভিতরে শক্তিশালী চিপসেট ব্যবহার হবে। ফোনের ভিতরে থাকতে পারে হাই এন্ড Qualcomm Snapdragon চিপসেট। কয়েক সপ্তাহ আগে Realme জানিয়েছিল Snapdragon 855 Plus চিপসেট ব্যবহার করে স্মার্টফোন তৈরীর কাজ চলছে। Realme Q সিরিজের স্মার্টফোনের ভিতরে থাকতে পারে সেই চিপসেট। যদিও এই বিষয়ে এখনও কোন নিশ্চিত খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই Realme Q সিরিজ স্মার্টফোনের টিজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে চিনে Realme প্রধান শু শি চেস। 5 সেপ্তেম্বর চিনে এই ফোন লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Unpacked 2026 Date Leaked; Samsung Galaxy S26 Series Expected to Launch: Report