7,200mAh ব্যাটারীর সাথে উন্মোচিত হলো Realme GT 7 স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 25 এপ্রিল 2025 12:52 IST
হাইলাইট
  • Realme GT 7-ফোনটিতে একটি 6.78 ইঞ্চির Full-HD+ OLED স্ক্রিন আছে
  • হ্যান্ডসেটটিতে একটি 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে
  • ফোনটি 100W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

Realme GT 7 গ্রাফিন আইস, গ্রাফিন স্নো এবং গ্রাফিন নাইট রঙে পাওয়া যাবে

Photo Credit: Realme

বিগত বুধবার চীনে Realme GT 7-হ্যান্ডসেটটি লঞ্চ হয়েছে। এটি MediaTek Dimensity 9400+ চিপসেট, 100W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 7,200mAh-ব্যাটারী নিয়ে এসেছে। ক্যামেরার দিক থেকে এতে একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সাথে একটি 50-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট পেয়েছে এবং ফোনটির সামনে একটি 16- মেগাপিক্সেলের ক্যামেরা আছে। নিরাপত্তার জন্য ফোনটি একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধূলো ও জল প্রতিরোধের জন্য IP69 রেটিং পেয়েছে। এটি গ্রাফিন-আইস সেনসিং ডবল লেয়ার কুলিং প্রযুক্তির সাথে একটি 7,700-বর্গমিমির VC কুলিং চেম্বার দ্বারা সজ্জিত আছে।

Realme GT 7-হ্যান্ডসেটটির দাম এবং উপলব্ধতা:

চীনে Realme GT 7-ফোনটির 12জিবি+256জিবি বিকল্পের দাম CNY 2599 (প্রায় 30,400 টাকা), অন্যদিকে 16জিবি+256জিবি বিকল্পের দাম CNY2,899 (প্রায় 34,000 টাকা)। এছাড়াও 12জিবি+512জিবি, 16জিবি+512জিবি এবং 16জিবি+1টিবি কনফিগারেশনগুলির দাম যথাক্রমে CNY2,999 (প্রায় 35,100 টাকা), CNY3,299(প্রায় 38,700 টাকা), CNY3,799 (প্রায় 44,500 টাকা)। এটি গ্রাফেন-আইস (ব্লু), গ্রাফেন-স্নো (হোয়াইট) এবং গ্রাফেন-নাইট (ব্ল্যাক) রঙের বিকল্পে পাওয়া যাবে। দেশের বাজারে ফোনটি বর্তমানে Realme চীনা ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন খুচরো দোকানে কিনতে পাওয়া যাবে।

Realme GT 7-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Realme GT 7-ফোনটিতে একটি 6.78-ইঞ্চির Full-HD+ (1,280×2,800 পিক্সেল) OLED ডিসপ্লে আছে যেটির রিফ্রেশ রেট 144Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 6500নিট, তাৎক্ষণিক টাচ্ স্যাম্পলিং রেট 2,600Hz, 100% DCI-P3 কালার গ্যামুট সহ PWM ডিমিং রেট 4,608 Hz। হ্যান্ডসেটটি 16-জিবি LPDDR5X RAM এবং 1টিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে 3nm অক্টাকোর MediaTek Dimensity 9400+ SoC-দ্বারা তৈরী। এটি Android 15-ভিত্তিক Realme UI 6.0-এ চলবে।

ক্যামেরার দিক থেকে ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে যেটিতে OIS এবং f/1.8 অ্যাপারচার সহ একটি প্রধান 50-মেগাপিক্সেলের 1/1.56-ইঞ্চির Sony IMX896 সেন্সর, এবং একটি 8-মেগাপিক্সেলের 112-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড শুটার আছে। ফোনটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 16-মেগাপিক্সেলের Sony IMX480 ক্যামেরা আছে। এটি 4K ভিডিও রেকর্ডিং এবং লাইভ ফোটো ফিচারগুলিকেও সমর্থন করে।

ফোনটি একটি গ্রাফিন-কোটেড ফাইবার গ্লাস প্যানেল পেয়েছে, এটি উন্নতমানের তাপ পরিবাহী হিসেবে কাজ করবে বলে দাবি করেছে। এছাড়াও এটি গ্রাফিন আইস-সেন্সিং ডবল-লেয়ার কুলিং প্রযুক্তির সাহায্যে একটি 7,700বর্গমিমির VC কুলিং চেম্বার পেয়েছে। Realme GT 7-ফোনটি AI রেকর্ডিং সামারি, AI এলিমিনেশন 2.0 সহ আরো অনেক নতুন AI-ভিত্তিক ফিচার দ্বারা সজ্জিত হয়ে আছে।

হ্যান্ডসেটটি 100W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 7,200mAh-ব্যাটারী দ্বারা চালিত। ফোনটির ডিসপ্লেতে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়াও এটিতে একটি IR সেন্সর আছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য ফোনটি IP69 রেটিং পেয়েছে। সংযোগের ক্ষেত্রে এটিতে 5G, ডুয়াল 4G VOLTE, WiFi 7, ব্লুটুথ 5.4, কোয়াড-ব্যান্ড Beidou, ডুয়াল ফ্রিকোয়েন্সি GPS, GLONASS Galileo QZSS, NavlC, NFC এবং একটি USB Type-C-পোর্ট যুক্ত করা হয়েছে।ফোনটির পরিমাপ 162.42×75.97×8.25মিমি এবং ওজন 203 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2026 সালেই মিলবে 10,000mAh ব্যাটারির ফোন, ইঙ্গিত দিলেন Realme-এর প্রেসিডেন্ট
  2. 6,500mAh ব্যাটারি, AI ফিচার্স সহ হাজির Honor X7d 5G, পড়লেও সহজে ভাঙবে না
  3. Realme 15T দেশে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, সঙ্গে ইয়ারফোন ফ্রি
  4. Vivo Y500: ভিভো বাজার তোলপাড় করে 8,200mAh ব্যাটারি স্মার্টফোন লঞ্চ করল
  5. Poco C85 সস্তায় 6,000mAh ব্যাটারি ও AI ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart Big Billion Days Sale 2025: ফ্লিপকার্ট আনছে দেশের সবথেকে বড় সেল, শুরু কবে
  7. OnePlus 15 স্মার্টফোনের ছবি ফাঁস হল, 2 বছর পর বদলে যাচ্ছে ক্যামেরার ডিজাইন
  8. Oppo লঞ্চ করল সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোন, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং
  9. বছরের সবথেকে বড় সেল Amazon Great Indian Festival এসে গেল, স্মার্টফোন থেকে ল্যাপটপ জলের দরে
  10. Samsung Galaxy F17 5G লঞ্চ হতে পারে 14,499 টাকায়, 6 বছর Android আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.