আকর্ষণীয় ছাড় এবং ব্যাংক অফারের সাথে পাওয়া যাচ্ছে নতুন-Realme GT 7 Pro
ভারতে বাজারে Realme কোম্পানি Reamle GT 7 Pro হ্যান্ডসেটটি বিগত 26সে নভেম্বর লঞ্চ করেছিল। হ্যান্ডসেটটি বর্তমানে দেশের বাজারে বিশেষ ছাড়ের সাথে বিক্রয় করা হচ্ছে।
Realme কোম্পানির এই নতুন হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়ে উপস্থিত হয়েছে এছাড়াও থাকছে আরো উন্নতমানের বৈশিষ্ট্য