সম্প্রতি Realme কোম্পানি লঞ্চ করেছে Realme GT Concept Phone, দেখে নিন এটির বিস্তারিত তথ্য

প্রকাশ করা হলো Realme GT Concept ফোনটির ডিজাইন

সম্প্রতি Realme কোম্পানি লঞ্চ করেছে Realme GT Concept Phone, দেখে নিন এটির বিস্তারিত তথ্য

Photo Credit: Realme

Realme GT কনসেপ্ট ফোনের প্রোটোটাইপে একটি আধা-স্বচ্ছ ব্যাক কভার রয়েছে

হাইলাইট
  • Realme GT Concept ফোনটি বর্তমানে কমার্শিয়ালি নাও পাওয়া যেতে পারে
  • হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে
  • Realme GT Concept ফোনটির ওজন মাত্র 200 গ্রাম হতে পারে
বিজ্ঞাপন

Realme কোম্পানি খুব শীঘ্রই ভারতে GT 7 সিরিজটি উন্মোচিত করতে চলেছে, তবে এখনো পর্যন্ত লঞ্চের ব্যাপারে কোনো নিশ্চিত তারিখ ঘোষণা করেনি। আসন্ন লাইনআপটিতে এপ্রিল মাসে চীনে উন্মোচিত Realme GT 7 ফোনটির ভারতীয় বিকল্প হিসাবে যুক্ত করা হতে পারে। অন্যদিকে Realme GT 7 Pro-এর ভারতীয় সংস্করণটি 2024 সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। ইতিমধ্যেই Realme একটি কন্সেপ্ট ফোন লঞ্চ করেছে, বলা হয়েছে যে এটিতে 320W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 10,000mAh ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী আছে।Realme GT Concept Phone,একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি জানিয়েছে যে, ভারতে Realme GT Concept ফোনটি উন্মোচিত হয়েছে, যেটিতে একটি 10,000mAh ব্যাটারী আছে এবং এটি 320W দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে। কোম্পানি একটি X পোস্টের মাধ্যমে টিজ করেছে যে, এই হ্যান্ডসেটটি Realme GT 7 সিরিজের অংশ হবে। এটি কন্সেপ্ট ফোন হওয়ার কারণে, কমার্শিয়ালি এটি পাওয়া যাবে কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

কোম্পানি বলেছে যে, Realme GT Concept ফোনটির পরিমাপ 8.5 মিমির নিচে এবং ওজন মাত্র 200 গ্রাম হতে পারে। প্রোটোটাইপে এটিকে অর্ধ-স্বচ্ছ ব্যাক কভারের সাথে দেখা যাচ্ছে। বলা হয়েছে যে এটিতে ছোটো ডায়মন্ড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে যেটি ফোনটির ভিতরে বড় ব্যাটারী প্রতিস্থাপনের ক্ষেত্রে সাহায্য করেছে। দাবি করা হচ্ছে যে এই 23.4মিমির ডিজাইনের অ্যান্ড্রয়েড মেইনবোর্ডটি বিশ্বের সবচেয়ে সরু মেইনবোর্ড।

বলা হয়েছে যে, Realme GT Concept-ফোনটিতে একটি আল্ট্রা-হাই সিলিকন সমৃদ্ধ আনোড ব্যাটারী দেওয়া হয়েছে, যেটিতে 10% সিলিকন রেশিও আছে এবং দাবি করা হয়েছে যে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে উচ্চমানের। কোম্পানি আরো বলেছে ব্যাটারীটিতে 887Wh/L এনার্জি ডেন্সিটি আছে, যেটি বাজারের উপস্থিত হ্যান্ডসেটগুলির তুলনায় অনেক উন্নতমানের ব্যাটারীর কার্যক্ষমতা প্রদানের দাবি করেছে।

কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা Realme GT Concept ফোনটির ডিজাইনটিতে দেখা যাচ্ছে যে, ফোনটির পিছনের অংশে ট্যাগ লাইন “Power that never stops”, লেখা আছে, সাথে Realme ব্রান্ডিংও দেখা যাচ্ছে। ফোনটি অন্তত দুটি রিয়ার ক্যামেরা সেন্সরের সাথে একটি আয়তকার ক্যামেরা মডিউল নিয়ে আসবে। কোম্পানির দাবি, অতিরিক্ত চার্জ ছাড়াই ফোনটি একবার চার্জে দিনের পর দিন চলতে সক্ষম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে পাগল করা অফার! 31,000 টাকা সস্তা হল Samsung Galaxy S24 FE
  2. 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত Sony ক্যামেরা নিয়ে লঞ্চ হল নতুন Moto G100 স্মার্টফোন
  3. আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন
  4. দিওয়ালি সেলে 22,000 টাকা সস্তায় কিনুন iPhone 16, অফার চলছে নতুন iPhone 17 মডেলেও
  5. পিন ভুলে গেলেও করা যাবে UPI পেমেন্ট, আজই ফোনপে, পেটিএম, গুগল পে-এর এই সেটিংস বদলে নিন
  6. Oppo-র দুর্ধর্ষ ক্যামেরার স্মার্টফোনে মিলছে 13,000 টাকা ছাড়, টেক্কা দেবে DSLR-কেও!
  7. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Vivo Pad 5e ট্যাব
  8. Vivo X300 সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি!
  9. 200 মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়াল স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল Samsung W26 স্মার্টফোন
  10. Samsung এর OIS ক্যামেরার ফোন মাত্র 12,499 টাকায়! কোথায় পাবেন জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »