লঞ্চের আগেই প্রকাশ করা হলো Realme GT 7 ফোনটির ব্যাটারী সহ বিভিন্ন ফিচার
Realme খুব শীঘ্রই ভারত সহ বিশ্বের বাজারে একটি নতুন স্মার্টফোন Realme GT 7 নিয়ে আসতে চলেছে। পাশাপাশি কোম্পানি Realme GT 7T হ্যান্ডসেটটিও উন্মোচন করবে বলে দাবি করেছে। সম্প্রতি Realme GT 7T সম্বন্ধিত বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে ফোনটি MediaTek Dimensity 9400+ চিপসেট পাবে