যদি বড় ব্যাটারি, সুপারফাস্ট চার্জিং, ভাল প্রসেসর, ও দুর্ধর্ষ ডিসপ্লে যুক্ত হ্যান্ডসেট কিনতে চান, তাহলে Realme GT 7 দুর্দান্ত অপশন হতে পারে।
Photo Credit: Realme
Realme GT 7 Comes With A Massive 7,000mAh Battery
Realme GT 8 সিরিজ এই সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ ফোন চমৎকার ডিজাইন ও অনবদ্য ফিচার্সের কারণে ইতিমধ্যেই বাজারে শোরগোল ফেলেছে। এই সিরিজের ফোন ভারতেও আসবে। তার আগে Realme GT 7 মডেলটির দাম 7,000 টাকা কমে গেছে। আপনি যদি বড় ব্যাটারি, সুপারফাস্ট চার্জিং, ভাল পারফরম্যান্স, ও দুর্ধর্ষ ডিসপ্লে যুক্ত হ্যান্ডসেট কিনতে চান, তাহলে রিয়েলমির এই মডেলটি দুর্দান্ত অপশন হতে পারে। Realme GT 7-এর ফিচার্সের মধ্যে রয়েছে IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, LTPO ডিসপ্লে, 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, স্টেরিও স্পিকার, সার্কেল টু সার্চ, 120W ফাস্ট চার্জিং, এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Realme GT 7 চলতি বছর মে মাসের শেষে 39,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ কনফিগারেশন ছিল। প্রতিবেদন লেখার সময় ফোনটি অ্যামাজনে 32,998 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ একলাফে প্রায় 7,000 টাকা দাম কমেছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 989 টাকা ক্যাশব্যাক মিলবে। ফোনটি আইসসেন্স ব্লু ও আইসসেন্স ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে করলে 650 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি, বাজাজ ফিনসার্ভ, ও অ্যামাজন পে আইসিআইসিআই কার্ডে নো-কস্ট EMI অপশন আছে। 9 মাসের প্ল্যান নিলে মাসে মাসে প্রায় 3,666 টাকা কিস্তি দিতে হবে। উল্লেখ্য, ফোনটির 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 35,998 টাকা ও 39,998 টাকায় বিক্রি হচ্ছে।
রিয়েলমি জিটি 7-এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,264 x 2,780 পিক্সেল রেজোলিউশন, 6,00 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং HDR10+ সাপোর্ট করে। এতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Dimensity 9400e ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, 2x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India