Photo Credit: Realme
Realme GT কনসেপ্ট ফোনের প্রোটোটাইপে একটি আধা-স্বচ্ছ ব্যাক কভার রয়েছে
Realme কোম্পানি খুব শীঘ্রই ভারতে GT 7 সিরিজটি উন্মোচিত করতে চলেছে, তবে এখনো পর্যন্ত লঞ্চের ব্যাপারে কোনো নিশ্চিত তারিখ ঘোষণা করেনি। আসন্ন লাইনআপটিতে এপ্রিল মাসে চীনে উন্মোচিত Realme GT 7 ফোনটির ভারতীয় বিকল্প হিসাবে যুক্ত করা হতে পারে। অন্যদিকে Realme GT 7 Pro-এর ভারতীয় সংস্করণটি 2024 সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। ইতিমধ্যেই Realme একটি কন্সেপ্ট ফোন লঞ্চ করেছে, বলা হয়েছে যে এটিতে 320W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 10,000mAh ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী আছে।Realme GT Concept Phone,একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি জানিয়েছে যে, ভারতে Realme GT Concept ফোনটি উন্মোচিত হয়েছে, যেটিতে একটি 10,000mAh ব্যাটারী আছে এবং এটি 320W দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে। কোম্পানি একটি X পোস্টের মাধ্যমে টিজ করেছে যে, এই হ্যান্ডসেটটি Realme GT 7 সিরিজের অংশ হবে। এটি কন্সেপ্ট ফোন হওয়ার কারণে, কমার্শিয়ালি এটি পাওয়া যাবে কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।
কোম্পানি বলেছে যে, Realme GT Concept ফোনটির পরিমাপ 8.5 মিমির নিচে এবং ওজন মাত্র 200 গ্রাম হতে পারে। প্রোটোটাইপে এটিকে অর্ধ-স্বচ্ছ ব্যাক কভারের সাথে দেখা যাচ্ছে। বলা হয়েছে যে এটিতে ছোটো ডায়মন্ড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে যেটি ফোনটির ভিতরে বড় ব্যাটারী প্রতিস্থাপনের ক্ষেত্রে সাহায্য করেছে। দাবি করা হচ্ছে যে এই 23.4মিমির ডিজাইনের অ্যান্ড্রয়েড মেইনবোর্ডটি বিশ্বের সবচেয়ে সরু মেইনবোর্ড।
বলা হয়েছে যে, Realme GT Concept-ফোনটিতে একটি আল্ট্রা-হাই সিলিকন সমৃদ্ধ আনোড ব্যাটারী দেওয়া হয়েছে, যেটিতে 10% সিলিকন রেশিও আছে এবং দাবি করা হয়েছে যে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে উচ্চমানের। কোম্পানি আরো বলেছে ব্যাটারীটিতে 887Wh/L এনার্জি ডেন্সিটি আছে, যেটি বাজারের উপস্থিত হ্যান্ডসেটগুলির তুলনায় অনেক উন্নতমানের ব্যাটারীর কার্যক্ষমতা প্রদানের দাবি করেছে।
কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা Realme GT Concept ফোনটির ডিজাইনটিতে দেখা যাচ্ছে যে, ফোনটির পিছনের অংশে ট্যাগ লাইন “Power that never stops”, লেখা আছে, সাথে Realme ব্রান্ডিংও দেখা যাচ্ছে। ফোনটি অন্তত দুটি রিয়ার ক্যামেরা সেন্সরের সাথে একটি আয়তকার ক্যামেরা মডিউল নিয়ে আসবে। কোম্পানির দাবি, অতিরিক্ত চার্জ ছাড়াই ফোনটি একবার চার্জে দিনের পর দিন চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন