দুর্দান্ত গেমিং পারফরমেন্সের সাথে টিজ করা হলো Realme GT 7
চীনের পর এবার ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে Realme GT 7। হ্যান্ডসেটটি অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেওয়ার দাবি করেছে। Realme GT 7 ফোনটি MediaTek Dimensity 9400+ প্রসেসর পেতে পারে। কোম্পানি জানিয়েছে যে হ্যান্ডসেটটিতে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে