Oppo ও Realme বছরের শুরুতেই এক হওয়ার সিদ্ধান্ত নিল, ফোন বা সার্ভিস কি বন্ধ হয়ে যাবে?

Realme-এর বিক্রয় পরবর্তী পরিষেবা Oppo-এর অধীনে নিয়ে আসা হচ্ছে।

Oppo ও Realme বছরের শুরুতেই এক হওয়ার সিদ্ধান্ত নিল, ফোন বা সার্ভিস কি বন্ধ হয়ে যাবে?

Oppo brings Realme back into its ecosystem

হাইলাইট
  • Realme প্রথমে Oppo-এর সাব-ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছিল
  • সংস্থাটি 2018 সালে পৃথক হয়ে স্বাধীনভাবে ব্যবসা শুরু করে
  • Realme ও OnePlus এখন Oppo-এর দুই সাব-ব্র্যান্ড হিসেবে কাজ করবে
বিজ্ঞাপন

Realme এখন Oppo-এর সাব ব্র্যান্ড বা সহযোগী সংস্থায় পরিণত হতে চলেছে। অর্থাৎ তারা আর পুরোপুরি আলাদা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে না। একটি আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, Realme-কে তার মূল কোম্পানি Oppo-এর ছাতার তলায় আনা হচ্ছে। এর ফলে রিয়েলমি ওপ্পোর অধীনে থেকেই বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবসা চালাবে। সংস্থাটি ওপ্পোর সাব-ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছিল। কিন্তু 2018 সালের জুলাই মাসে আলাদা হয়ে স্বাধীন ভাবে কাজ ব্যবসা করতে শুরু করে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে রিয়েলমির ফোন বা সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে? গ্রাহকদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই।

Realme এখন Oppo-এর সাব-ব্র্যান্ডে পরিণত হচ্ছে

চীনের BBK Electronics বিশ্বের Android স্মার্টফোন মার্কেটের একটা বড় অংশ পরিচালনা করে। তাদের অধীনে Vivo, iQOO, Realme, Oppo-এর মতো বিখ্যাত ব্র্যান্ড রয়েছে। রিয়েলমি। রিয়েলমি ও ওপ্পো-কে পুনরায় কাছাকাছি আনার সিদ্ধান্তের পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমেই খরচ কমানো ও স্মার্টফোন ব্যবসা গুছিয়ে নেওয়ার লক্ষ্যের কথা উঠে আসছে।

রিয়েলমি এবং ওপ্পো-এর রিসোর্স (কর্মী, টাকা, সার্ভিস) এক জায়গায় আসার ফলে ব্যয় কমিয়ে রিসার্চ, উৎপাদন, ও বিক্রয় পরবর্তী পরিষেবা আরও ভালভাবে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওপ্পো পুনরার রিয়েলমি-কে তাদের নিজস্ব ইকোসিস্টেমে ফিরিয়ে আনছে। এর ফলে কোম্পানির অভ্যন্তরীণ রিসোর্স আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

নতুন কাঠামো অনুসারে, Oppo মূল ব্র্যান্ড হিসেবে থাকবে, আর OnePlus ও Oppo দুই সাব-ব্র্যান্ড হিসেবে কাজ করবে। রিয়েলমি ফোনের সাপোর্ট বা প্রোডাকশন আগের মতোই চালু থাকবে। শুধু কোম্পানির ভিতরের কাজ, আফটার-সেলস সাপোর্ট ওপ্পোর অধীনে নিয়ে আসা হচ্ছে। নতুন রিয়েলমি ফোনগুলি পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে বাজারে আসতে থাকবে। ব্র্যান্ডের পরিচিতিতে কোনও পরিবর্তন আসছে না।

প্রসঙ্গত, Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে। Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা,144 হার্টজ রিফ্রেশ রেট, 80 ওয়াট ফাস্ট চার্জিং, 7,000 এমএএইচ ব্যাটারি আছে। ফোনগুলি তিনটি মেজর Android OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে।

Realme 16 Pro 5G-এর দাম ভারতে 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। Realme 16 Pro+ 5G-এর বেস মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফারের অংশ হিসেবে দুই ফোনে যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনগুলির সাথে Realme Pad 3 ট্যাবও লঞ্চ হয়েছে, যার দাম 26,999 টাকা থেকে শুরু। নতুন ট্যাবলেটে 2.8K রেজোলিউশন ডিসপ্লে ও 12,200mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
  2. Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
  3. 6,000mAh ব্যাটারি নিয়ে Samsung-এর সস্তা 5G ফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  4. Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
  5. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
  6. Vivo Y31d: ভিভো আনল 7,200mAh ব্যাটারির শক্তিশালী ওয়াটারপ্রুফ ফোন, গেম খেললেও গরম হবে না
  7. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  8. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  9. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
  10. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »