নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme X2 Pro। ইতিমধ্যেই স্মার্টফোন প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে এই ফোন। লঞ্চের পরে 8GB RAM এর সাথে 128GB আর 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। যদিও কবে নতুন ভেরিয়েন্টে Realme X2 Pro বিক্রি শুরু হবে জানা যায়নি।
Realme X2 Pro তে রয়েছে Snapodragon 855+ চিপসেট। এই ফোনে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার থাকছে। পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে। একই ইভেন্ট থেকে বুধবার ভারতে লঞ্চ হয়েছে Realme 5s।
6GB RAM + 64GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 27,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro কিনতে 29,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 33,999 টাকা।
মডেল | দাম (টাকা) |
---|---|
Realme X2 Pro (6GB, 64GB) | 27,999 |
Realme X2 Pro (8GB, 128GB) | 29,999 |
Realme X2 Pro (8GB, 256GB) | 33,999 |
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
আরও পড়ুন:
আগামী বছরেই লঞ্চ হতে পারে Poco F2
64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Realme X2
শুধু স্মার্টফোনের দিকে তাকিয়ে তাকিয়েই বছরে মোট 75 দিন কেটে যাচ্ছে ভারতীয়দের, বলছে সমীক্ষা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন