Realme X2 Pro-তে নতুন সফটওয়্যার আপডেট পৌঁছতে শুরু করল। সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে Realme UI স্কিন পৌঁছল। ওয়ার দ্যা এয়ার আপডেটে এই ফোনে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ধাপে ধাপে সব Realme X2 Pro-তে এই আপডেট পাঠানো হয়েছে। গত বছর Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন সহ লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।
RMX1931EX_11.C.25 বিল্ড নম্বরে Realme X2 Pro-তে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। এপ্রিলের সুরক্ষা প্যাচ ছাড়াও এই আপডেটে Realme X2 Pro ক্যামেরায় বাগ ফিক্স করেছে কোম্পানি। এর ফলে HDR মোডে ছবি তুলতে সুবিধা হবে।
খুব বড় কোন সমস্যা দেখা না গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব Realme X2 Pro-তে এই আপডেট পৌঁছে যাবে। ফোনের Settings > Software Update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে Realme X2 Pro-তে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 2.92GB।
গত বছর নভেম্বর লঞ্চ হয়েছিল Realme X2 Pro। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
কেন iPhone 8 বিক্রি বন্ধ করে দিল Apple?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন