Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
অনেক দিন আগেই 64MP কোয়াড ক্যামেরার স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছিল Realme। এবার সেই ফোন দিনের আলো দেখতে চলেছে। সম্প্রতি Realme XT ফোনের টিজার প্রকাশ করেছে Realme। সেখানে ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরার উপরে 64MP লেখা থাকছে। 4 সেপ্টেম্বর চিনে এই ফোন লঞ্চ হতে পারে। যদিও এই দিন Realme XT এর পরিবর্তে চিনে Realme 5 সিরিজ লঞ্চ হতে পারে।
Realme -র চিফ সিএমও শু শি চেস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। এই ফোনের পিছনের ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর থাকছে। কয়েকদিন আগেই একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Realme XT ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ছবিতে ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে Realme জানিয়েছে Realme XT ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরায় থাকবে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর।
যদিও এই ফোনের অন্য তিন ক্যামেরায় কোন সেন্সর থাকবে জানা যায়নি। Realme 5 সিরিজের মতোই Realme XT ফোনের কোয়াড ক্যামেরায় প্রাইমারি সেন্সরের সাথে থাকতে পারে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর।
অন্যদিকে 4 সেপ্টেম্বর চিনে নতুন স্মার্টফোন লঞ্চের আগে সেই দেশের কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রোজই নতুন টিজার সামনে আসছে।
4 সেপ্টেম্বর কোন ফোন লঞ্চ হবে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য জানা না গেলেও মনে করা হচ্ছে এই ইভেন্টেই লঞ্চ হতে পারে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme XT। 29 অগাস্ট Redmi Note 8 Pro লঞ্চ করতে চলেছে Xiaomi। সেই ফোনে থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। চিনে Xiaomi কে টেক্কা দিতে শিঘ্রই লঞ্চ হতে পারে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme XT। যদিও অনেকে বলছেন এই ইভেন্টে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme 5 আর Realme 5 Pro লঞ্চ করবে চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন