বাজারে এল Redmi 10X ও Redmi 10X Pro। মঙ্গলবার চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছে। এই দুই ফোনেই MediaTek Dimensity 820 চিপসেট থাকছে। সঙ্গে রয়েছে 4,520 mAh ব্যাটারি। Redmi 10X-এর পিছনে তিনটি ও Redmi 10X Pro-র পিছনে চারটি ক্যামেরা থাকছে। দুটি ফোনেই রয়েছে 5G কানেক্টিভিটি ও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Redmi 10X'র দাম 1,599 ইউয়ান (প্রায় 16,900 টাকা)। অন্যদিকে Redmi 10X Pro'র দাম শুরু হচ্ছে 2,299 ইউয়ান (প্রায় 24,800 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি সহ পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi 10X-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 12 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি ডিসপ্লে, MediaTek Dimensity 820 এক্সিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
Redmi 10X-এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi 10X-এ রয়েছে 4,520 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং। ডুয়াল ব্যান্ড 5G ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth v5.1, NFC, GPS, 3.5mm audio jack, USB Type-C port, and Wi-Fi 802.11 a/b/g/n/ac।
ডুয়াল সিম Redmi 10X Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 12 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি ডিসপ্লে, MediaTek Dimensity 820 এক্সিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
Redmi 10X Pro-র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিচেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi 10X-এ রয়েছে 4,520 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং। ডুয়াল ব্যান্ড 5G ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth v5.1, NFC, GPS, 3.5mm audio jack, USB Type-C port, and Wi-Fi 802.11 a/b/g/n/ac।
ডুয়াল সিম Redmi 10X 4G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানিত MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G85 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল Samsung GM1 সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth, NFC, ইনফ্রারেড ব্লাস্টার, GPS, A-GPS, USB Type-C পোর্ট ও 3.5 মিমি অডিও পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন