Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে

Redmi Note 15 Pro সিরিজ ভারতে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরার সাথে আসছে।

Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে

Photo Credit: Redmi

Redmi Note 15 Pro series is confirmed to carry a 200-megapixel main camera

হাইলাইট
  • Redmi Note 15 Pro সিরিজ 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে
  • Redmi Note 15 Pro 5G অফার করবে IP69K জল ও ধুলোরোধী রেটিং
  • রেডমির নতুন ফোনে Snapdragon প্রসেসর থাকবে
বিজ্ঞাপন

Redmi Note 15 5G জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছে, আর Redmi Note 15 Pro সিরিজ এই মাসের শেষে দেশের বাজারে পা রাখছে। রেডমি আজ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তাদের নতুন সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G জানুয়ারির 29 তারিখে ভারতে আসছে। উভয় স্মার্টফোন ইতিমধ্যেই চীন ও গ্লোবাল মার্কেটে বিক্রি হচ্ছে। তবে এদের ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে বেশ কিছু পরিবর্তন থাকতে পারে। Redmi Note 15 Pro সিরিজ এ দেশে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, 6,500mAh ব্যাটারি, IceLoop কুলিং, ও একাধিক AI টুলসের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে।

Redmi Note 15 Pro সিরিজ স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমির ওয়েবসাইটে Redmi Note 15 Pro সিরিজের জন্য একটি আলাদা মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। লঞ্চের এক সপ্তাহ আগেই সেখানে স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য আপলোড করেছে কোম্পানি। রেডমির নতুন স্মার্টফোনের সামনে 6.83 ইঞ্চি ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 3,200 নিট পিক ব্রাইটনেস, ও 3,840 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করে।

হাইড্রো টাচ 2.0 সাপোর্ট থাকায় হাত ভেজা থাকলেও টাচ কাজ করবে। রেডমি নোট 15 প্রো সিরিজের স্ক্রিন TUV Rheinland এর ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশনের সাথে আসবে। অর্থাৎ এটি লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। এই সিরিজে AI রাইটিং, AI স্পিচ রিকগনিশন, ও AI ইন্টারপ্রেটর টুল থাকবে।

Redmi Note 15 Pro সিরিজের 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে আসবে। এতে মাল্টিফোকাল পোট্রেট লেজেন্ড ও HDR + AI আল্ট্রা-ক্লিয়ার-ক্লিয়ার ইঞ্জিন থাকবে। ক্যামেরা 4K রেজোলিউশনে উচ্চমানের ভিডিও শুট করতে পারবে। এই লাইনআপে Corning Gorilla Glass Victus 2 প্রটেকশন ও IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং থাকবে।

কোম্পানি আরও জানিয়েছে, রেডমির নতুন স্মার্টফোন সিরিজ 6,500mAh ব্যাটারিতে চলবে। এর সেল দীর্ঘ 5 বছর টিকবে। এটি 100W হাইপারচার্জ ফাস্ট চার্জিং ও 22.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং 24 জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে।

প্রসঙ্গত, Redmi Note 15 5G জানুয়ারি 6 ভারতে লঞ্চ হয়েছে। অফার ছাড়া ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা। এটি Amazon থেকে কেনা যাচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে
  2. iQOO 15 Ultra ফার্স্ট লুকেই ঝড় তুলল, স্মার্টফোনের ডিজাইনে নতুন যুগের সূচনা
  3. Flipkart সেলে 15,000 টাকা দাম কমল অসাধারণ ক্যামেরার Google স্মার্টফোনের
  4. 8,000mAh ব্যাটারির Realme Neo 8 ফোনের দাম ফাঁস হল, 16 জিবি র‍্যামের সাথে লঞ্চ আগামীকাল
  5. Amazon সেলে 37,000 টাকা দাম কমল Nothing Phone 3 এর, প্রিমিয়াম ফোন এত সস্তায় আর পাবেন না
  6. Oppo Reno 15 FS 5G লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 512GB স্টোরেজ আছে
  7. Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS
  8. নোকিয়া, ব্ল্যাকবেরির মতোই OnePlus কি বন্ধ হয়ে যাচ্ছে? খবর ছড়াতেই মুখ খুলল সংস্থা
  9. 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট
  10. ChatGPT Plus Free: 1,999 টাকা দামের চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছে OpenAI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »