Photo Credit: Weibo
7 অগাস্ট 64MP ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi
7 অগাস্ট নতুন ক্যামেরা প্রযুক্তি লঞ্চ করবে Xiaomi। এই ভেন্টেই Xiaomi -র 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন সামনে আসতে পারে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন তৈরী করছে বেজিং এর কোম্পানিটি। আপাতত 64 মেগাপিক্সেল ক্যামেরা লঞ্চ করে পরে এই ক্যামেরা সহ Redmi ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। সম্প্রতি 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেছিল Realme। এছাড়াও গত সপ্তাহে এক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Samsung। 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের প্রতিযোগীতায় এবার Xiaomi-র নাম যোগ হল।
Xiaomi -র 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় তোলা একটি ছবির সাইজ হবে 20 MB। Xiaomi জানিয়েছে প্রথম কোন ফোনে এতো হাই রেসোলিউশন ছবি তোলা যাবে। ইতিমধ্যেই এই ক্যামেরায় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে Xiaomi।
8 অগাস্ট ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেই ফোন লঞ্চের এক দিন আগে 64 মেগাপিক্সেল প্রযুক্তি সামনে নিয়ে আসছে Xiaomi।
ইতিমধ্যেই Samsung ISOCELL Bright GW1 সেন্সর ব্যবহার করে স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেছে Xiaomi। সম্প্রতি 64 মেগাপিক্সেলের এই ক্যামেরা সেন্স্র লঞ্চ করেছিল Samsung। এই ক্যামেরায় চারটি সেন্সর একত্রিত করে কম আলোতে দুর্দান্ত 16 মেগাপিক্সেল ছবি তোলা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন