2019 সালের প্রথম তিন মাসে Xiaomi -র সবথেকে বেশী বিক্রি হওয়া ফোনটি হল Redmi 6A। সম্প্রতি IDC প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। বিক্রির নিরিখে ভারতে দুই নম্বরে রয়েছে Redmi Note 6 Pro আর তিন নম্বরে Redmi Y2। Gadgets 360 কে এই কথা জানিয়েছে IDC। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ মাসে মোট 30 লক্ষ Redmi 6A বিক্রি করেছে Xiaomi। যা ভারতে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের 9.5 শতাংশ।
2019 সালের প্রথম তিন মাসে মোট 15 লক্ষ Redmi Note 6 Pro বিক্রি করেছে Xiaomi। যা ভারতের স্মার্টফোন বাজারের 4.5 শতাংশ। এছাড়াও ভারতের স্মার্টফোন বাজারের 3.8 শতাংশ দখল রেখে বিক্রি হয়েছে 12.3 লক্ষ Redmi Y2। এই সময়ে ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া 10 টি স্মার্টফোনের 7 টি Xiaomi স্মার্টফোন। প্রথম দশে Redmi 6A, Redmi Note 6 Pro আর Redmi Y2 ছাড়াও সাত নম্বরে রয়েছে Redmi 6 Pro, আট নম্বরে রয়েছে Redmi 6, নয় নম্বরে রয়েছে Redmi Note 7 আর দশ নম্বরে Redmi Go।
IDC রিপোর্টে জানানো হয়েছে প্রথম তিনটি Xiaomi ফোনের পরে মোট বিক্রি নিরিখে চার নম্বরে রয়েছে Samsung Galaxy M20। এর পরে পাঁচ নম্বরে রয়েছে Samsung Galaxy J2 Core। মোট বিক্রির নিরিখে ছয় নম্বর স্থান দখল করেছে Vivo V15 Pro।
IDC রিপোর্টে জানানো হয়েছে 2019 সালের প্রথম তিন মাসে ভারতের স্মার্টফোন বাজারের 30.6 শতাংশ দখলে রেখেছিল Xiaomi। এই সময় ভারতে মোট 98 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি। 22.3 শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখে ভারতে দুই নম্বরে রয়েছে Samsung। 2019 সালের প্রথম তিন মাসে মোট 72 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
IDC রিপোর্টে জানানো হয়েছে 2019 সালের প্রথম ত্রৈমাসিকে ভারতে মোট 3.21 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় 7.1 শতাংশ বেশি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন