শিঘ্রই Redmi 8 আর Redmi Note 8 সিরিজ লঞ্চ করবে Xiaomi। নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের আগে ভারতে একাধিক পুরনো Redmi ফোনের দাম কমলো। সোমবার ভারতে সস্তা হয়েছে Redmi Note 7 Pro, Redmi Note 7S, Redmi Y3 আর Redmi 7। ভারতে এই ফোনগুলির দাম 1,000 টাকা পর্যন্ত কমেছে। চারটি স্মার্টফোন ছাড়াও ভারতে Mi Home Security Camera Basic এর দাম কমেছে। 1,799 টাকায় এই সিকিউরিটি ক্যামেরা পাওয়া যাচ্ছে। মঙ্গলবার থেকে নরুন দামে বিক্রি শুরু হবে এই স্মার্টফোনগুলি।
10,999 টাকায় লঞ্চ হয়েছে 3GB RAM + 32GB স্টোরেজের Redmi Note 7S। এবার 9,999 টাকায় এই ফোনের বেস ভেরিয়ন্ট পাওয়া যাবে। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা। লঞ্চের সময় এই ভেরিয়েন্টের দাম ছিল 12,999 টাকা।
Redmi Note 7 Pro ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হ্যেছিল 15,999 টাকা দামে। আগামীকাল থেকে 14,999 টাকা দামে এই ফোন পাওয়া যাবে। 3GB RAM + 32GB স্টোরেজে Redmi 7 ফোনের দাম 8,999 টাকা থেকে কমে 8,499 টাকা হয়েছে। 2GB RAM + 32 GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 7,499 টাকা। 20 অগাস্ট থেকে নতুন দামে এই ফোন বিক্রি হবে।
এছাড়াও সস্তা হয়েছে Redmi Y3। 9,999 টাকায় Redmi Y3 ফোনের 3GB RAM + 32 GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল। সস্তা হয়ে 8,999 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। এছাড়াও 1,799 টাকায় পাওয়া যাচ্ছে Mi Home Security Camera Basic। 20 অগাস্ট Mi.com, Flipkart আর Amazon থেকে নতুন দামে এই প্রোডাক্টগুলি বিক্রি শুরু হবে।
শিঘ্রই চিনে Redmi Note 8 সিরিজ লঞ্চ করতে চলেছে Xiaomi। এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা আর আগের থেকে বড় ব্যাটারি। নতুন স্মার্টফোন আগে ভারতে একাধিক ফোনের দাম কমালো বেজিঙ্গের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন