Redmi 7 তে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,900 mAh ব্যাটারি। আগামী 18 মার্চ চিনে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সম্ভবত এই ইভেন্টেই সামনে আসবে Redmi 7।
Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ
কয়েকদিন আগেই থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ওতেবসাইটে দেখা গিয়েছিল Redmi 7। এবার TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গেল। সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। এই ফোনে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh আর Android 9 Pie অপারেটিং সিস্টেম। তবে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Xiaomi।
TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে জানানো হয়েছে আটটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi 7। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার। সাথে থাকছে 2GB, 3GB আর 4GB RAM। আর থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ। Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ।
Redmi 7 তে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,900 mAh ব্যাটারি। আগামী 18 মার্চ চিনে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সম্ভবত এই ইভেন্টেই সামনে আসবে Redmi 7।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter