Gizmochina.com ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Redmi 9-এ Bluetooth 5.0 কানেক্টিভিটি থাকছে। M2004J19G মডেল নম্বরে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছে।
Redmi 9
অনেক দিন ধরেই Redmi 9 লঞ্চ ঘিরে জল্পনা চলছিল। সম্প্রতি সার্টিফিকেশন ওয়েবসাইতে এই ফোন দেখা গেল। Redmi 9 সম্পর্কে এখনও উচ্চবাচ্য করেনি Xiaomi। যদিও শীঘ্রই এই ফোন লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। খবর সত্যি হলে চলতি বছর জুনে দিনের আলো দেখতে চলেছে এই বাজেট স্মার্টফোন।
Gizmochina.com ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Redmi 9-এ Bluetooth 5.0 কানেক্টিভিটি থাকছে। M2004J19G মডেল নম্বরে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছে।
Redmi 9-এ MIUI 11 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করতে পারে Xiaomi। এই ফোনের ডিসপ্লেতে HD+ রেসোলিউশন থাকতে পারে।
Redmi 9-এ 5,000 mAh ব্যাটারি দিতে পারে বেজিংয়ের সংস্থাটি। এই ফোনে থাকতে পারে MediaTek Helio G80 চিপসেট। সম্প্রতি Narzo 10A ফোন একই চিপসেট দিয়েছিল Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft to Host Xbox Partner Preview This Week, Featuring IO Interactive's 007 First Light
Apple Cracks Down on AI Data Sharing With New App Review Guidelines