Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জিং, অন্যদিকে Redmi K20 Pro ফোনে থাকছে 27W ফাস্ট চার্জিং। চিনের বাইরে Mi 9T নামে লঞ্চ হতে পারে Redmi K20।
Photo Credit: Weibo/ Lu Weibing
Redmi K20 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
Redmi K20 ফোনে থাকছে সপ্তম জেনারেশানের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ইতিমধ্যেও চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছে Redmi। 28 মে চিনে লঞ্চ হবে Redmi K20। লঞ্চের আগে বাজার গরম করতে একের পর এক টিজার প্রকাশ করছে Xiaomi। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে Redmi K20 আর Redmi K20 Pro। Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জিং, অন্যদিকে Redmi K20 Pro ফোনে থাকছে 27W ফাস্ট চার্জিং। চিনের বাইরে Mi 9T নামে লঞ্চ হতে পারে Redmi K20।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক পোস্টে Xiaomi জানিয়েছে 28 মে লঞ্চ হবে Redmi K20। ঐ দিন ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে প্রথম Redmi ফ্ল্যাগশিপ লঞ্চ হবে।
অন্য এক টিজারে Xiaomi জানিয়েছে Redmi K20 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সাথেই কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় থাকছে লেটেস্ট Sony IMX586 সেন্সার।
Redmi প্রধান লু ওয়েইবিং সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন Redmi K20 ফোনে থাকছে 960 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট।
“ফ্ল্যাগশিপ কিলার 2.0” নামে বাজারে আসছে Redmi K20। OnePlus এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলিকে ঘাইয়েল করতেই এই ফোন লঞ্চ করছে Redmi। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। এই প্রথম কোন Redmi স্মার্টফোন ফ্ল্যাগশিপ চিপসেট দেখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February