প্রায় তিন মাস হল লঞ্চ হয়েছে Redmi K20 সিরিজ। ইতিমধ্যেই Redmi K30 তৈরীর কাজ শুরু করে দিয়েছে Xiaomi। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছেন Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে। যদিও এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য জানাননি তিনি। 2019 সালেই বাজারে আসতে পারে Xiaomi -র প্রথম 5G স্মার্টফোন।
মঙ্গলবার চিনের এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়েইবিং জানিয়েছেন Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে। যদিও এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য সামনে আনেননি Redmi প্রধান। তবে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। Redmi K30 ফোনের একটি ভেরিয়েন্টে 5G সাপোর্ট থাকলেও 4G ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন।
এই বছর মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 আর Redmi K20 Pro। চিনে এই দুই ফোন লঞ্চের কয়েক দিনের মধ্যেই ভারতেও এই দুই স্মার্টফোন লঞ্চ করেছিল Xiaomi। এছাড়াও Mi 9 সিরিজের অধীনে বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ হয়েছে Redmi K20 সিরিজ।
ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। তবে Redmi K20 ফোনে রয়েছে একটি মিডরেঞ্জ চিপসেট। মিডরেঞ্জ সেগমেন্টেই লঞ্চ হতে পারে Redmi K30। এই মুহুর্তে বাজারে খুব অল্প সংখ্যায় 5G স্মার্টফোন রয়েছে। 5G ফোনে দাম অন্যান্য ফোনের তুলনায় অনেকটা বেশি। ধীরে ধীরে বিভিন্ন দেশে লেটেস্ট নেটওয়ার্ক পরিষেবা শুরু হলে 5G ফোনের দাম কমতে শুরু করবে।
Xiaomi ছাড়াও মিডরেঞ্জ সেগমেন্টে 5G ফোন তৈরী করছে HMD Global। সম্প্রতি তুলনামুলক কম দামে চিনে 5G ফোন লঞ্চ করেছে Vivo। iQoo Pro 5G ফোনে ফ্ল্যাগশিপ চিপসেট থাকলেও OnePlus, Samsung, Huawei এর 5G ফোনের থেকে অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে এই Vivo -র 5G ফোন।
সম্প্রতি 5G চিপসেট লঞ্চ করার কথা জানিয়েছে চিনের চিপসেট প্রস্তুতকারী সংস্থা MediaTek। এই চিপসেট লঞ্চ হলে কম দামে আরও বেশি 5G স্মার্টফোন লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন