7,560mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে Redmi K90 Pro Max, ফোন থেকেই চার্জ হবে অন্য ডিভাইস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 অক্টোবর 2025 23:22 IST
হাইলাইট
  • Redmi K90 Pro Max রেডমির প্রথম পেরিস্কোপ টেলিফটো লেন্সযুক্ত স্মার্টফোন
  • ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে
  • Redmi K90 Pro Max-এর পিছনে Bose-টিউনড স্টেরিও স্পিকার আছে

Redmi K90 Pro Max-এর ব্যাকে ডেনিম ব্লু টেক্সচার ও Bose-টিউনড স্পিকার

Photo Credit: Redmi

Redmi K90 ও Redmi K90 Pro Max অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবর 23 চীনে লঞ্চ হতে চলেছে। Redmi K সিরিজের ইতিহাসে প্রথমবার Pro Max মডেলের আগমন ঘটছে। ফলে শাওমির অনুরাগীদের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছে। স্মার্টফোনটির যে সমস্ত অফিসিয়াল ছবি প্রকাশ হয়েছে তা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ফোনটির পিছনে Bose-টিউনড স্টেরিও স্পিকার সেটআপ ও ডেনিম জিন্সের অনুকরণে বিশেষ টেক্সচার রয়েছে। লঞ্চ হওয়ার আগে Redmi K90 Pro Max-এর আরও স্পেসিফিকেশন ও ফিচার্স ঘোষণা হয়েছে। এটি রেডমির প্রথম হ্যান্ডসেট যা 7,560mAh ব্যাটারি ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এন্ট্রি নিচ্ছে।

Redmi K90 Pro Max ক্যামেরা স্পেসিফিকেশন

রেডমি কে90 প্রো ম্যাক্স মডেলের প্রাইমারি ক্যামেরায় শাওমি 17-এর 1/1.31 ইঞ্চি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এর সঙ্গে 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা থাকবে। এটি রেডমির প্রথম মডেল যেখানে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকছে। ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS, 10x লসলেস জুম, এবং 5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। অর্থাৎ ফোনটির পিঠে তিনটি ক্যামেরা দিয়েছে কোম্পানি। সেলফি ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ হয়নি।

Redmi K90 Pro Max ডিসপ্লে, প্রসেসর, ও ব্যাটারি স্পেসিফিকেশন

রেডমির আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের সামনে 6.9 ইঞ্চি OLED  ডিসপ্লে থাকবে। এর ব্রাইটনেস মাত্র 1 নিটেও নামানো যাবে। ফলে রাতে বা অন্ধকার ঘরে ফোন ব্যবহার করলে চোখে অতিরিক্ত চাপ পড়বে না। হাই-পারফরম্যান্সের জন্য, হ্যান্ডসেটটি নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। মেইন প্রসেসরের সঙ্গে শাওমির নয়া D2 AI ডিসপ্লে চিপ যুক্ত থাকবে।

Redmi K90 Pro Max তার ব্যাটারির ক্ষমতায় বাজিমাত করবে৷ এতে 7,560mAh ব্যাটারি থাকবে যা 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং অফার করবে। আবার 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকার কারণে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। অর্থাৎ ফোন থেকে ওয়্যারলেস হেডফোন, স্মার্টওয়াচের মতো ছোট বৈদ্যুতিন ডিভাইস চার্জ করা যাবে।

Redmi K90 Pro Max অন্যান্য ফিচার্স

Redmi K90 Pro Max ব্যবহারকারীরা গান শোনা, ভিডিয়ো দেখা, বা গেম খেলার সময় দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে পারবে। কারণ এতে 2.1 স্টেরিও সিস্টেম, একজোড়া সুপার-লিনিয়ার স্পিকার, এবং একটি বড় আলাদা উফার থাকবে। প্রতিটিই মার্কিন অডিও জায়েন্ট Bose-এর টিউনড করা। ফোনটি ফ্লোয়িং গোল্ড হোয়াইট ও বিশেষ ডেনিম ব্লু টেক্সচার অপশনে উপলব্ধ হবে। এর দাম চীনে 4,000 ইউয়ানের (প্রায় 49,000 টাকা) আশেপাশে থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme GT 8 সিরিজ 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ডিজাইন, ফিচার্স মুগ্ধ করবে
  2. 7,560mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে Redmi K90 Pro Max, ফোন থেকেই চার্জ হবে অন্য ডিভাইস
  3. দিওয়ালি অফারে চমক BSNL-এর, মাসে 151 টাকা খরচে প্রতি দিন 2GB ডেটা ও ফ্রি কলিং
  4. Redmi Turbo 5 লঞ্চ হতে পারে নভেম্বরে, 9,000mAh ব্যাটারিতে ঝড় তুলবে বাজারে
  5. আচমকা বন্ধ হচ্ছে WhatsApp-এর জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য খুব দুঃসংবাদ
  6. কম দামে প্রিমিয়াম ফোন, লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার iQOO 15, আছে 7,000mAh ব্যাটারি
  7. দিওয়ালি সেলে শেষ মুহূর্তের অফার, দুর্ধর্ষ ফিচার্সের ফোন 12,000 টাকা সস্তায় কিনুন
  8. OnePlus-এর ইতিহাসে প্রথম 7300mAh ব্যাটারির ফোন আসছে, বড় ঘোষণা করল সংস্থা
  9. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  10. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.