Redmi K সিরিজে সাধারণত স্ট্যান্ডার্ড ও প্রো ভেরিয়েন্ট বাজারে এসেছে। তবে এই প্রথম Pro Max ভেরিয়েন্ট আসছে।
Photo Credit: Redmi
Redmi K80 সিরিজ 2024 সালের নভেম্বরে লঞ্চ হয়েছিল
Redmi K90 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবর মাসে লঞ্চ হচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনায় ইতি টেনে এমনটাই ঘোষণা করল শাওমির সাব-ব্র্যান্ড। Xiaomi 17 সিরিজ সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করেছে। এই সপ্তাহের শুরুতেই লঞ্চ হয়েছে Vivo X300 লাইনআপ। আজ আগমন ঘটবে Oppo Find X9 সিরিজের। এরপর iQOO 15 ও OnePlus 15 লঞ্চের পালা। তাই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের দৌড়ে নিজেদের সামিল করছে রেডমি। এবার Redmi K90 ও Redmi K90 Pro Max মডেলের দু'টি প্রিমিয়াম ফোন আনার কথা ঘোষণা করেছে সংস্থা। Redmi K সিরিজের ইতিহাসে প্রথমবার প্রো ম্যাক্স ভেরিয়েন্ট আসছে।
শাওমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং ওয়েইবো (চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) পোস্টে অক্টোবর মাসেই চীনে Redmi K90 সিরিজ লঞ্চ হবে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আসন্ন Redmi K সিরিজের স্পেসিফিকেশনে মেজর আপগ্রেড থাকবে। এতদিন সংস্থার ফ্ল্যাগশিপ সিরিজে স্ট্যান্ডার্ড ও প্রো ভেরিয়েন্ট অর্ন্তভুক্ত থেকেছে। তবে এই প্রথমবার সংস্থা Pro Max নামে একটি সম্পূর্ণ নতুন মডেল আনছে।
তিনি আরও যোগ করেছেন, Redmi K90 Pro Max একটি 'অলরাউন্ডার ফ্ল্যাগশিপ' স্মার্টফোন হতে চলেছে। ডিভাইসটিতে Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হতে পারে বলে শোনা যাচ্ছে। যেখানে Redmi K90 সম্পূর্ণ আপগ্রেড করা স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হিসেবে আসবে। উভয় মডেল 4,000 ইউয়ানের বেশি প্রাইস সেগমেন্টে প্রতিযোগিতা করবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 49,000 টাকার সমান।
Redmi K90 Pro Max মডেলটি Redmi K সিরিজের প্রথম ডিভাইস হওয়ার সম্ভাবনা, যেখানে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এটি 100W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি 7,000mAh বা তার বেশি হতে পারে। বেস Redmi K90 ভেরিয়েন্টে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে, যা পারফরম্যান্সের দিক থেকে 8 Elite Gen 5 চিপের নিচে অবস্থান করবে।
Redmi K90 সিরিজের লঞ্চের তারিখ শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম ফোন হল Xiaomi 17 সিরিজ। এই লাইনআপে Xiaomi 17, Xiaomi 17 Pro, ও Xiaomi 17 Pro Max লঞ্চ হয়েছে। Pro মডেল দু'টির পিঠে ক্যামেরা মডিউলের চারপাশে একটি সেকেন্ডারি ডিসপ্লে আছে। এটি ডেলিভারি বা রাইড-হেলিং স্ট্যাটাস, টাইম, ব্যাটারির চার্জ, ফ্লাইট নোটিফিকেশন, মিউজিক প্লেব্যাক সহ প্রচুর তথ্য দ্রুত প্রদর্শন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন