Redmi K90 ও Redmi K90 Pro অক্টোবরে লঞ্চ হতে পারে। ফোন দু'টির স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।
Photo Credit: Redmi
Redmi K90 গত বছরের Redmi K80-এর জায়গা নেবে
Redmi K90 সিরিজ অক্টোবরে চীনে লঞ্চ হতে পারে। শাওমি বর্তমানে তাদের Xiaomi 17 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার তোড়জোড় শুরু করেছে। পিছিয়ে নেই চাইনিজ টেক জায়ান্টটির সাব-ব্র্যান্ডও। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, রেডমির আসন্ন প্রিমিয়াম সিরিজে একজোড়া স্মার্টফোন থাকতে পারে — Redmi K90 ও Redmi K90 Pro। ফোন দু'টির স্পেসিফিকেশন বেশ কয়েকদিন ধরেই অনলাইনে প্রকাশিত হচ্ছে। এবার Redmi K90 মডেলটির সম্পর্কে আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। এটি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে জানা গিয়েছে। এই লাইনআপ কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে।
শাওমির একটি স্মার্টফোন 2510DRK44C মডেল নম্বর সহ চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছে যে, স্মার্টফোনটি 100W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনের আসল নাম উল্লেখ না থাকলেও, মডেল নম্বরটি Redmi K90-এর বলে জানা যাচ্ছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) পোস্টে এমনটাই দাবি করেছে।
টিপস্টারের পোস্টে আরও বলা হয়েছে, Redmi 90 স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত হতে পারে। এটি স্ন্যাপড্রাগন সামিট 2025-এর সময় আত্মপ্রকাশ করবে। Redmi K90 সিরিজে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে 100W ফাস্ট চার্জিং উপস্থিত থাকবে। অর্থাৎ Redmi K90 এবং Redmi K90 Pro উভয়ই এই সুপারফাস্ট চার্জিং স্পিড সমর্থন করতে পারে। রেডমির আসন্ন ফোনগুলি "শক্তিশালী অডিও অভিজ্ঞতা" অফার করবে বলে জানা গিয়েছে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, Redmi K90 Pro মডেলটির পিছনে বড় ফ্রেম অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। এছাড়াও, আশা করা হচ্ছে যে আসন্ন ফোনটিতে 2K রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার হতে পারে। Redmi K90 সিরিজ অক্টোবর মাসে অফিসিয়াল লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, পূর্বসূরী Redmi K80 লাইনআপ গত বছর নভেম্বরে রিলিজ হয়েছিল।
উল্লেখ্য, 2024 সালের নভেম্বরে লঞ্চ হওয়া Redmi K80 সিরিজে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যা 2K (1,440 x 3,200 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 3,200 নিট ব্রাইটনেস, HDR10+, এবং এবং ডলবি ভিশন সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Redmi K80 মডেলে Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে, যেখানে Redmi K80 Pro ভেরিয়েন্টে আরও শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর উপস্থিত। ফোনগুলি 16 16 জিবি পর্যন্ত LPDDR5x RAM ও 1 টিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ।
Redmi K80 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে — 50 মেগাপিক্সেল ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফটো, এবং 32 মেগাপিক্সেল আলট্রাওয়াইড। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 6,000 এমএএইচ ব্যাটারি আছে যা 120 ওয়াট ওয়্যার্ড ও 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন