Photo Credit: Xiaomi India
বৃহস্পতিবার শাওমি সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে, তারা ভারতে Redmi Note 14 5G সিরিজটি আগামী মাসে লঞ্চ করবে।এটি জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Note 13 সিরিজের উত্তরসূরী হয়ে আসতে চলেছে। আসন্ন সিরিজটি তিনটি মডেল নিয়ে আসতে চলেছে- বেস মডেল, Pro মডেল এবং Pro+ মডেল।
ইতিমধ্যেই শাওমি কোম্পানির,সাব-ব্র্যান্ড চীনে সেপ্টেম্বর মাসে Note 14সিরিজটি উন্মোচিত করেছে।এবার ভারত সহ বিশ্বের বাজারে প্রত্যাশিত সিরিজটি আশার অপেক্ষা।
Xiaomi India's অফিসিয়াল X-অ্যাকাউন্টে সম্প্রতি একটি টিজার পোস্ট করা হয়েছে,যেখানে Redmi Note 14 5G সিরিজটি ভারতে আসার ইঙ্গিত দিয়েছে।এই পোস্টটি কোম্পানির ইন্সটাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নিয়ে যাচ্ছে, যেখানে পূর্বে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
সিরিজটির কোনো স্পেসিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি,তবে ভারতীয় শাওমি স্মার্টফোনগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তিকরণ এবং কিছু ক্যামেরা বৈশিষ্ট্যের ইঙ্গিত দিয়েছে।কোম্পানীর ঘোষিত বার্তায় লেখা আছে
“এবার অপেক্ষার অবসান হতে চলেছে এবং আপনাদের অপেক্ষা সাফল্য পেতে চলেছে।
অবশেষে বহু প্রতীক্ষিত Redmi Note 14সিরিজটি চলে এসেছে, এটি উন্নতমানের AI-বৈশিষ্ট্য এবং গেম-চেঞ্জিং ক্যামেরার বৈশিষ্ট্য নিয়ে এসেছে।তৈরি থাকুন ক্যাপচার করা, তৈরি করা এবং নতুন আবিষ্কার করার জন্য।
এটি বড় কিছুর সবে শুরু মাত্র।সঙ্গে থাকুন,কারন Note-এর এই যুগ,সমস্তকিছুতে এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে।
9ই ডিসেম্বর এটি লঞ্চ করা হবে।”
অন্যদিকে এখনো পর্যন্ত জানা যায়নি যে,ভারতীয় বিকল্পটিতে,চিনা Redmi Note 14সিরিজের মত একই স্পেসিফিকেশন থাকবে কিনা।ভারতে এই লাইনআপটি Redmi Note 14 5G,Note 14 Pro 5G এবং Note 14 Pro Plus 5G-এর সাথে লঞ্চ হতে পারে।
আগের ফাঁস হওয়া তথ্য থেকে অনুমান করা হচ্ছে, Redmi Note 14 সিরিজের,ফোনগুলিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.67ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে।Pro এবং Pro+ বিকল্পগুলি,Snapdragon 7s Gen 3-দ্বারা চালিত হতে পারে অন্যদিকে,বেস মডেলটি MediaTek Dimensity 7025 Ultra SoC থাকতে পারে।
Pro এবং Pro+ উভয় মডেলের ক্ষেত্রেই ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে যেখানে,একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।আবার Pro+মডেলটিতে একটি 50মেগাপিক্সেলের পোট্রেট টেলিফোটো ক্যামেরা এবং Pro মডেলটিতে 2মেগাপিক্সেলের ম্যাক্রো-ক্যামেরা থাকতে পারে।
প্রথমেরটিতে 90W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,200 mAh ব্যাটারী থাকতে পারে এবং পরেরটিতে 44W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh ব্যাটারী থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন