বহু প্রতীক্ষিত Redmi Note 14 5g সিরিজটি খুব শীঘ্রই ভারতীয় গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 22 নভেম্বর 2024 11:46 IST
হাইলাইট
  • ভারতে ডিসেম্বর মাসে Redmi Note 14 5g সিরিজটি নিশ্চিতভাবে লঞ্চ হতে চলেছে
  • শাওমির আসন্ন লাইনআপটিতে তিনটি হ্যান্ডসেট থাকতে পারে
  • হ্যান্ডসেটগুলিতে চাইনিজ বিকল্পগুলির মতো একই স্পেসিফিকেশন থাকতে পারে

Redmi Note 14 সিরিজ হল Xiaomi সাব-ব্র্যান্ডের Note 13 লাইনআপের উত্তরসূরী

Photo Credit: Xiaomi India

বৃহস্পতিবার শাওমি সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে, তারা ভারতে Redmi Note 14 5G সিরিজটি আগামী মাসে লঞ্চ করবে।এটি জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Note 13 সিরিজের উত্তরসূরী হয়ে আসতে চলেছে। আসন্ন সিরিজটি তিনটি মডেল নিয়ে আসতে চলেছে- বেস মডেল, Pro মডেল এবং Pro+ মডেল।
ইতিমধ্যেই শাওমি কোম্পানির,সাব-ব্র্যান্ড চীনে সেপ্টেম্বর মাসে Note 14সিরিজটি উন্মোচিত করেছে।এবার ভারত সহ বিশ্বের বাজারে প্রত্যাশিত সিরিজটি আশার অপেক্ষা।

Redmi Note 14 সিরিজের লঞ্চের তারিখ:

Xiaomi India's অফিসিয়াল X-অ্যাকাউন্টে সম্প্রতি একটি টিজার পোস্ট করা হয়েছে,যেখানে Redmi Note 14 5G সিরিজটি ভারতে আসার ইঙ্গিত দিয়েছে।এই পোস্টটি কোম্পানির ইন্সটাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নিয়ে যাচ্ছে, যেখানে পূর্বে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

সিরিজটির কোনো স্পেসিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি,তবে ভারতীয় শাওমি স্মার্টফোনগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তিকরণ এবং কিছু ক্যামেরা বৈশিষ্ট্যের ইঙ্গিত দিয়েছে।কোম্পানীর ঘোষিত বার্তায় লেখা আছে
“এবার অপেক্ষার অবসান হতে চলেছে এবং আপনাদের অপেক্ষা সাফল্য পেতে চলেছে।
অবশেষে বহু প্রতীক্ষিত Redmi Note 14সিরিজটি চলে এসেছে, এটি উন্নতমানের AI-বৈশিষ্ট্য এবং গেম-চেঞ্জিং ক্যামেরার বৈশিষ্ট্য নিয়ে এসেছে।তৈরি থাকুন ক্যাপচার করা, তৈরি করা এবং নতুন আবিষ্কার করার জন্য।
এটি বড় কিছুর সবে শুরু মাত্র।সঙ্গে থাকুন,কারন Note-এর এই যুগ,সমস্তকিছুতে এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে।
9ই ডিসেম্বর এটি লঞ্চ করা হবে।”

অন্যদিকে এখনো পর্যন্ত জানা যায়নি যে,ভারতীয় বিকল্পটিতে,চিনা Redmi Note 14সিরিজের মত একই স্পেসিফিকেশন থাকবে কিনা।ভারতে এই লাইনআপটি Redmi Note 14 5G,Note 14 Pro 5G এবং Note 14 Pro Plus 5G-এর সাথে লঞ্চ হতে পারে।

Redmi Note 14 5G-এর স্পেসিফিকেশন:

আগের ফাঁস হওয়া তথ্য থেকে অনুমান করা হচ্ছে, Redmi Note 14 সিরিজের,ফোনগুলিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.67ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে।Pro এবং Pro+ বিকল্পগুলি,Snapdragon 7s Gen 3-দ্বারা চালিত হতে পারে অন্যদিকে,বেস মডেলটি MediaTek Dimensity 7025 Ultra SoC থাকতে পারে।

Pro এবং Pro+ উভয় মডেলের ক্ষেত্রেই ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে যেখানে,একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।আবার Pro+মডেলটিতে একটি 50মেগাপিক্সেলের পোট্রেট টেলিফোটো ক্যামেরা এবং Pro মডেলটিতে 2মেগাপিক্সেলের ম্যাক্রো-ক্যামেরা থাকতে পারে।

প্রথমেরটিতে 90W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,200 mAh ব্যাটারী থাকতে পারে এবং পরেরটিতে 44W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh ব্যাটারী থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon সেলে 37,000 টাকা দাম কমল Nothing Phone 3 এর, প্রিমিয়াম ফোন এত সস্তায় আর পাবেন না
  2. Oppo Reno 15 FS 5G লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 512GB স্টোরেজ আছে
  3. Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS
  4. নোকিয়া, ব্ল্যাকবেরির মতোই OnePlus কি বন্ধ হয়ে যাচ্ছে? খবর ছড়াতেই মুখ খুলল সংস্থা
  5. 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট
  6. ChatGPT Plus Free: 1,999 টাকা দামের চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছে OpenAI
  7. Oppo A6 5G ভারতে 7,000mah ব্যাটারি, 50MP ক্যামেরা, IP69 রেটিং সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  8. iQOO 15R স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ হল, 200MP ক্যামেরার সাথে শীঘ্রই ভারতে আসতে পারে
  9. Vivo X200T দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী চিপসেটের সাথে জানুয়ারি 27 লঞ্চ হচ্ছে
  10. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G লঞ্চের ঘোষণা হল, এক চার্জে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.