Redmi Note 15 5G-এর মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকবে।
Photo Credit: Redmi
Redmi Note 15 5G supports 4K video recording with OIS
Redmi Note 15 5G-এর প্রথম অফিসিয়াল টিজার ক'দিন আগেই প্রকাশিত হয়েছে। রেডমি সেই টিজারে আসন্ন মিড-রেঞ্জ ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন ঘোষণা করেছিল। এবার ক্যামেরার আরও ডিটেলস, ব্যাটারি ক্যাপাসিটি, ও ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে শাওমির সাব-ব্র্যান্ডটি। অ্যামাজনে বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট থেকে ফোনটির বিভিন্ন বৈশিষ্ট্য একে একে খোলসা করা হচ্ছে। Redmi Note 15 5G একটি 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। রেডমি এখন আরও জানিয়েছে, মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকবে। ডিভাইসটির ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত চলবে।
রেডমি নোট 15 5G-এর পিছনে 108 মাস্টারপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। মেগাপিক্সেল শব্দটিকে এমনই পোশাকি নাম দিয়েছে সংস্থা। ফোনটির হাই রেজোলিউশন ক্যামেরা উন্নত মানের ছবি তুলতে সক্ষম হবে। ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ 4K ভিডিও রেকর্ড তুলতে পারবে। এর ফলে ভিডিও আরও স্থির ও পরিষ্কার হবে। আবার এটি ডাইনামিক শট ক্যাপচার করতে পারবে বলে জানানো হয়েছে।
Redmi Note 15 5G মডেলটির ক্যামেরা সেন্সরকে "মাল্টিফোকাল পোট্রেট লেজেন্ড" হিসেবে টিজ করেছে রেডমি। ডিভাইসটির জন্য অ্যামাজনে লাইভ হওয়া সেই মাইক্রোসাইটে ডিজাইনের হালকা আভাস পাওয়া যাচ্ছে। স্মাটফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের রিয়ার ক্যামেরা মডিউল গ্লোবাল ভার্সনের মতোই দেখতে লাগছে।
Redmi Note 15 5G মডেলে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে শক্তিশালী 5,520mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে। ব্যাটারি ফুল চার্জে 1.6 দিন আরামসে ব্যবহার করা যাবে। সংস্থা দাবি করছে, এই ব্যাটারির আয়ু 5 বছর। জল্পনা শোনা যাচ্ছে, হ্যান্ডসেটটি জানুয়ারি 6 ভারতে আসবে। সংস্থা শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, Redmi Note 15 5G সদ্য গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে। গ্লোবাল ভার্সনে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উপরে Corning Gorilla Glass 7i কভার আছে। ফোনটি Android 15-নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।
ডিভাইসটির পিছনের দিকে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। এতে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket