Redmi Note 15 সিরিজ চীনে গত আগস্টে লঞ্চ হয়েছিল।
Photo Credit: Redmi
Redmi Note 15 5G is teased to sport a 108-megapixel camera
Redmi Note 15 5G জল্পনা সত্যি করে জানুয়ারি মাসে ভারতে আসছে। এই মিড-রেঞ্জ স্মার্টফোন জানুয়ারি 6 লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ফোনটির জন্য অ্যামাজনে বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট থেকে লঞ্চ ডেট প্রকাশিত হয়েছে। অফিসিয়াল টিজার থেকে ফোনটির একঝলক দেখা গিয়েছে। এর সঙ্গে প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ঘোষণা করেছে শাওমির সাব-ব্র্যান্ডটি। এটি 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসবে বলে নিশ্চিত করেছে রেডমি। টিজারে 108 MasterPixel Edition-এর ব্যাপারে উল্লেখ করেছে তারা। তবে এটি ক্যামেরার পোশাকি নাম নাকি কোনও স্পেশাল এডিশন মডেল, তা এখনও স্পষ্ট নয়।
Redmi Note 15 সিরিজ চীনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি জানুয়ারি মাসে এ দেশে আসছে। কিন্তু Redmi Note 15 Pro ও Note 15 Pro+ ফেব্রুয়ারিতে ভারতে রিলিজ হবে বলে জানা গিয়েছে। Redmi Note 15 5G অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। টিজার ইঙ্গিত করছে, এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে কার্ভড ডিসপ্লে ব্যবহার হবে।
ফোনের বাম পাশে কোনও বোতাম নেই। পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল কী ডান পাশে দেওয়া হতে পারে। রেডমির এই মডেলে মেটাল ফ্রেম থাকার সম্ভাবনা আছে। এছাড়াও, হ্যান্ডসেটটির ডিজাইন খুবই স্লিম বা পাতলা হওয়ার কথাও বলা হচ্ছে।
টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে, Redmi Note 15 5G-এর গ্লোবাল ভার্সন, (ভারতীয় মডেলও অর্ন্তভুক্ত) চীনে গত আগস্টে লঞ্চ হওয়া সংস্করণ থেকে আলাদা হবে। সহজ কথায় বললে, ভারত ও আর্ন্তজাতিক বাজারে আসা মডেলটির স্পেসিফিকেশনে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
Redmi Note 15 5G ভারতীয় ভ্যারিয়েন্টে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে যা 120Hz রিফ্রেশ রেট ও 1,080 x 2,392 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। স্মার্টফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করবে।
এছাড়া, ডিভাইসটির প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে। আর একটি ক্যামেরা হল 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,520mAh ব্যাটারি থাকবে। অন্যান্য ফিচার্সের মধ্যে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং থাকতে পারে। ফোনটির দাম 20,000 টাকার নিচে থাকবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন