গত সপ্তাহে MIUI 10 9.3.25 Global Beta ROM আপডেটের হাত ধরে Redmi Note 5 Pro ফোনে Android Pie পৌঁছেছিল। আবার আপডেট পৌঁছাল এই ফোনে। MIUI 10 9.3.28 Global Beta ROM আপডেট পৌঁছে গিয়েছে। নতুন আপডেটে লক স্ক্রিন, পাসওয়ার্ড ও পিন, নোটিফিকেশান শেডে ব্যাটারি ইন্ডিকেটার সহ একাধিক বাগ ফিক্স হয়েছে। এর সাথেই নতুন বিটা আপডেটে Redmi Note 5 Pro ফোনে যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। কবে এই ফোনে স্টেবেল আপডেট পৌঁছাবে তা জানা যায়নি।
ইতিমধ্যেই MIUI ফোরামে Redmi Note 5 Pro ফোনের MIUI 10 9.3.28 Global Beta ROM এর লিঙ্ক পোস্ট করেছে Xiaomi। আপনার Redmi Note 5 Pro ফোনে বিটা রম ইনস্টক করা থাকলে Recovery ROM অথবা Fastboot ROM ডাউনলোড করে এই আপডেট ইন্সটল করতে পারবেন। তবে নতুন বিটা রম ইন্সটল করার আগে ফোনের ব্যাক আপ নিতে ভুলবেন না।
MIUI 10 9.3.28 Global Beta ROM এ যোজ্ঞ হয়েছে মার্চ মাসের Android সিকিউরিটি প্যাচ। নতুন আপডেটে লক স্ক্রিন, পাসওয়ার্ড ও পিন, নোটিফিকেশান শেডে ব্যাটারি ইন্ডিকেটার সহ একাধিক বাগ ফিক্স হয়েছে।
4GB RAM Redmi Note 5 Pro এর দাম 12,999 টাকা। তবে 4-6 এপ্রিল Mi Fan Festival 2019 সেলে 2,000 টাকা সস্তা হয়েছে এই ফোন। মাত্র 10,999 টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন। অন্যদিকে 13,999 টাকা থেকে কমে 6GB RAM ভেরিয়েন্টে Redmi Note 5 Pro কিনতে 11,999 টাকা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন