MIUI 10 9.3.28 গ্লোবাল বিটা আপোডেটের হাত ধরে Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট পৌঁছাল। এর ফলে Amazon Prime ও Hotstar অ্যাপ হাই ডেফিনেশান স্ট্রিম করা যাবে। নতুন আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের Android সিকিউরিটি প্যাচ। এছাড়াও যোগ হয়েছে ডার্ক মোড।
আপডেটের প্রধান আকর্ষন গেমিং টার্বো মোড। Mi 9 ফোনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। গেম খেলার সময় পারফর্মেন্সে উন্নতি হবে এই মোডে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে Poco F1 ফোনে গেমিং টার্বো মোড কাজ করবে।
Redmi Note 6 Pro ফোনে MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান 9.3.14 পাঠিয়েছিল Xioami। এই আপডেটের হাত ধরে Redmi Note 6 Pro ফোনে Android 9.0 Pie আপডেট পৌঁছায়। কিন্তু লঞ্চের কয়েক ঘন্টা পরেই MIUI ফোরাম থেকে এই আপডেট সরিয়ে নেয় Xiaomi।
সফটওয়্যার আপডেটের হাত ধরে Poco F1 –এ এই ফিচার পৌঁছালো। আগে এই ফোনে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যেত। MIUI 10 Global Beta 9.3.1 আপডেটের হাত ধরে Poco F1 ফোনে 60 fps এ 4K ভিডিও রেকর্ড করার ফিচার পৌঁছেছে।
MIUI Global Beta ROM 9.2.14 আপডেটে Xiaomi ফোনের সিস্টেম অ্যাপ এ ডার্ক মোড যোগ হয়েছে। ডার্ক মোড একদিকে যেমন ফোন ব্যবহারের সময় চোখের ওপর চাপ কমাবে একইভাবে স্মার্টফোনে ব্যাটারি বাঁচাতে সাহায্য করবে।
কিছুদিন আগেই দিল্লিতে এই ROM এর গ্লোবাল এডিশান লঞ্চ করেছিল Xiaomi। আপাতত Mi Mix 2, Mi Mix 2S, Redmi S2 আর Redmi Note 5 Pro ফোনে এই ROM পাঠানো শুরু করেছে Xiaomi।