অবশেষে Redmi Note 5 Pro ফোনে পৌঁছালো লেটেস্ট MIUI 10 স্টেবেল আপডেট। এই খবর জানিয়েছে Xiaomi। শিঘ্রই সব Redmi Note 5 Pro ফোনে MIUI 10 Global Stable ROM V10.0.1.0.OEIMIFH ভার্সান পৌঁছে যাবে। নতুন এই আপডেটে যোগ হয়েছে ফুল স্ক্রিন জেসচার, আপডেটেড সিস্টেম অ্যাপ, নতুন ডিজাইনের নোটিফিকেশান প্যানেল আর ন্যাচারাল সাউন্ড সিস্টেম। ওভার দ্য এয়ার (OTA) এর মাধ্যমে 580 MB এই আপডেট ডাউনলোড করা যাবে।
Redmi Note 5 Pro ফোনে এই আপডেট চেক করার জন্য Settings > About phone > System updates > Check for updates তে গিয়ে দেখে নিতে পারেন। যদিও OTA আপডেট ছাড়াও Recovery ROM ও Fastboot ROM এর মাধ্যমেও লেটেস্ট আপডেট সম্ভব।
উপরের লিঙ্ক থেকে লেটেস্ট MIUI 10 ডাউনলোড করে ফোনে অন্তত 80 শতাংশ চার্জ করুন। এছাড়াও ফোনের সম্পূর্ণ ব্যাক আপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Recovery ROM এর মাধ্যমে Redmi Note 5 Pro ফোনে MIUI 10 Global ROM ইনস্টলের পদ্ধতি
1. Recovery ROM ফাইল ডাউনলোডের পরে কম্পিউটারে এই ফাইলের নাম বদলে 'update.zip' করুন।
2. মাইক্রো USB কেবেলের মাধ্যমে Redmi Note 5 Pro ফোন Windows কম্পিউটারে কানেক্ট করুন। এরপরে ডাউনলোড করা ফাইলটি ফোনের রুট ডিরেক্ট্রিতে কপি করুন।
3. ফোন পাওয়ার অফ করে Volume+ ও পাওয়ার বাটন একসাথে টিপে হোল্ড করে রিকভারি মোডে যান।
4. রিকভারি মোডে Volume +/- টিপে নেভিগেট করুন ও পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করুন।
5. রিকভারি মোডে গিয়ে Install update.zip to System One তে গিয়ে Confirm করে দিন। এর ফলে নিজে থেকেই আপডেট শুরু হয়ে যাবে।
6. আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপরে Reboot to System One সিলেক্ট করে নতুন ভার্সানে ফোন বুট করুন।
Recovery ROM ব্যবহার করে দ্বিতীয় উপায়
1. Recovery ROM ডাউনলোড করে ইন্টারনাল স্টোরেজে কপি করুন।
2. Updater অ্যাপ ওপেন করে ডান দিকে উপরে মেনু বাটনে ক্লিক করুন। এখানে Choose Update Package সিলেক্ট করুন।
3. এবার ডাউনলোড করা ROM সিলেক্ট করুন। আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপডেট হয়ে গেলে Reboot সিলেক্ট করুন।
4. এরপরে ফোন MIUI 10 ভার্সানে বুট হবে।
Fastboot ROM এর মাধ্যমে Redmi Note 5 Pro ফোনে MIUI 10 Global ROM ইনস্টলের পদ্ধতি
1. এখানে ক্লিক করে Fastboot ROM ডাউনলোড করুন।
2. ফাস্ট বুট করার আগে ফোনের Bootloader আনলক করতে হবে। এই পেজে গিয়ে Bootloader আনলক করার পদ্ধতি দেখে নিতে পারবেন।
3. Bootloader আনলকের পরে Fastboot মোডে প্রবেশ করুন। ফোন পাওয়ার অফ করে volume down আর পাওয়ার বাটন একসাথে টিপে থাকলে Fastboot মোডে চলে যাবে ফোন।
4. এবার USB কেবেল দিয়ে কম্পিউটারের সাথে ফোন কানেক্ট করুন। Mi Flash Tool ডাউনলোড করুন। এবার পেজ রিফ্রেশ করলে Flash Tool অ্যাপ আপনার ডিভাইস আইডি দেখিয়ে দেবে। না দেখালে Mi PC Suite ইনস্টল করুন। এছাড়াও এখান থেকে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করুন।
5. Mi Flash Tool ওপেন করে ডান দিকে উপর থেকে Clean all সিলেক্ট করুন।
6. Select এ ক্লিক করে Fastboot ROM ব্রাউজ করে Flash এ ক্লিক করুন।
7. এরপরে ফোন ফ্ল্যাশ শুরু হবে। গোটা প্রক্রিয়া শেষ হতে 3-5 মিনিট সময় লাগবে। এই সময় কোন ভাবেই কম্পিউটার বা ফোন বন্ধ করবেন না। বা USB কেবেল ডিসকানেক্ট করবেন না। তাহলে চিরতরের জন্য আপনার ফোন খারাপ হয়ে যেতে পারে।
8. ফ্ল্যাশ শেষ হলে আপনার Redmi Note 5 Pro ফোনে MIUI 10 চলতে শুরু করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন