Photo Credit: Twitter/ Redmi India
ভারতে Redmi Note 7 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপরিন্ট সেন্সার থাকতে পারে
28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 7। সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করে এক প্রতিযোগিতার ঘোষণা করেছে Xiaomi। সেই ছবিতে মোট কত জন মানুষ দেখা যাচ্ছে তা জানতে চেয়েছে চিনের কোম্পানিটি। এই ছবি দেখে মনে হচ্ছে ভারতে Redmi Note 7 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপরিন্ট সেন্সার থাকতে পারে। এমন কি এই ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরায় থাকতে পারে Sony IMX586 সেন্সার। চিনে Redmi Note 7 Pro নামে বাজারে আসতে চলেছে এই ফোন। ভারতে এই ফোনের নাম হবে Redmi Note 7। Redmi Note 7।
জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। সম্প্রতি Redmi Note 7 Pro ফোনের স্পেসিফিকেশান সামনে আসতে শুরু করেছিল। Redmi Note 7 ফোনের মতোই Redmi Note 7 Pro ফোনেও থাকবে 48MP ক্যামেরা। আর ভারতে এই Redmi Note 7 Pro ফোনটি Redmi Note 7 নামে লঞ্চ করতে পারে Xiaomi।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Xiaomi জানিয়েছিল Redmi Note 7 Pro ফোনে থাকবে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। Redmi Note 7 ফোনে 48MP Samsung ISOCELL GM1 সেন্সার ব্যবহার করেছিল Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন