ক মাসের কিছু বেশি সময় 10 লক্ষ Redmi Note 7 আর Redmi Note 7 Pro বিক্রি হয়েছে ভারতে। তবে শুধুমাত্র ভারতে নয়, গোটা বিশ্বে সাফল্যের মুখ দেখেছে এই দুটি স্মার্টফোন।
Redmi Note 7 Pro ফোনে আছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 আর Redmi Note 7 Pro। মার্চ মাসে এই দুটি ফোন বিক্রি শুরু করেছিল Xiaomi। এক মাসের কিছু বেশি সময় 10 লক্ষ Redmi Note 7 আর Redmi Note 7 Pro বিক্রি হয়েছে ভারতে। তবে শুধুমাত্র ভারতে নয়, গোটা বিশ্বে সাফল্যের মুখ দেখেছে এই দুটি স্মার্টফোন। মার্চ মাসের শেষে চিনের কোম্পানিটি জানিয়েছিল গোটা বিশ্বে 40 লক্ষের বেশি Redmi Note 7 আর Redmi Note 7 Pro বিক্রি হয়েছে।
Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 এ থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।
3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online