আগামী সপ্তাহে লঞ্চ হবে Redmi Note 7 Pro। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 ফোনের মতোই Redmi Note 7 Pro ফোনেও থাকবে 48MP ক্যামেরা।
ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে Redmi Note 7 Pro ফোনে থাকবে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। Redmi Note 7 ফোনে 48MP Samsung ISOCELL GM1 সেন্সার ব্যবহার করেছিল Xiaomi।
আপাতত Redmi Note 7 Pro ফোন সম্পর্কে এই তথ্য জানা গিয়েছে। সদ্য লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট। তবে Redmi Note 7 Pro ফোনে শক্তিশালী Snapdragon 675 চিপসেট ব্যবহার করবে চিনের কোম্পানিটি।
3GB RAM + 32GB স্টোরেজ এর পরিবর্তে 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথেই 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7 Pro।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হবে 1,499 ইউয়ান (প্রায় 15,800 টাকা) থেকে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনের 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,300 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন