আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে Redmi Note 7 Pro। লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় এই ফোনের দাম জানিয়ে দিলেন Redmi প্রধান। 2,000 ইউয়ান (প্রায় 21,200 টাকা) থেকে চিনে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হবে। গত মাসে এর অর্ধেক দামে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Redmi প্রধান লু ওয়েবিং জানিয়েছেন চিনে 2,000 ইউয়ান থেকে Redmi Note 7 Pro এর দাম শুরু হবে। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। Redmi Note 7 Pro ফোনের পিছনের ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার।
ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে Redmi Note 7 Pro ফোনে থাকবে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। Redmi Note 7 ফোনে 48MP Samsung ISOCELL GM1 সেন্সার ব্যবহার করেছিল Xiaomi।
সদ্য লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট। তবে Redmi Note 7 Pro ফোনে শক্তিশালী Snapdragon 675 চিপসেট ব্যবহার করবে চিনের কোম্পানিটি।
3GB RAM + 32GB স্টোরেজ এর পরিবর্তে 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথেই 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন