Photo Credit: Weibo
29 অগাস্ট Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্ট টিভি লঞ্চ করবে Xiaomi। একই ইভেন্টে লঞ্চ হতে চলেছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। আপাতত চিনে এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে। টিজারে প্রকশিত ছবিতে Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরায় থাকতে অয়ারে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই প্রথম কোন স্মার্টফোন ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর থাকছে।
বুধবার Weibo তে Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনের টিজার প্রকাশ করেছে Xiaomi। সেই ছবিতে Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও টিজারে জানানো হয়েছে এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Redmi প্রধান জানিয়েছেন Redmi Note 8 ফোনে আগের ভালো ক্যামেরা থাকবে। থাকবে একটি 64 মেগপিক্সেল প্রাইমারি ক্যামেরা। কয়েক দিন আগেই এই ফোনের একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছিলেন Redmi প্রধান। Redmi Note 8 ফোনে থাকতে চলেছে একটি 64 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright GW1 সেন্সর।
এছাড়াও ওয়েইবিং জানিয়েছেন আগের ভার্সানের থেকে Redmi Note 8 ফোনে বড় ব্যাটারি থাকবে। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে 4,000 mAh ব্যাটারি ছিল। এছাড়াও থাকছে আগের থেকে বেশি স্ক্রিন টু বডি রেডিও। অর্থাৎ এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে।
এই মুহুর্তে Redmi Note 8 ফোন ব্যবহার করছে ওয়েইবিং। Weibo পোস্টে এই কথা জানা গিয়ছে। সেখানে লেখা ছিল Redmi Note 8 ফোন থেকে পোস্ট করা হয়েছে। Redmi Note 8 এর সাথেই 29 অগাস্ট একটি 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi।
Redmi Note 8 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট। এখনও এই ফোনের স্পেসিফিকেশন বিস্তারে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন