Photo Credit: Weibo
Redmi Note 8 ফোনে থাকবে Snapdragon 665 চিপসেট
আগামী বৃহস্পতিবার চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। ইতিমধ্যেই একের পর এক টিজার পোস্ট করে এই দুই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এনেছে Xiaomi। তবে এতদিন Redmi Note 8 সিরিজের দুই ফোনের দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে ফাঁস হয়েছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনের সম্ভাব্য দাম।
সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনের সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। সেই রিপোর্টে জানানো হয়েছে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর সম্ভ্যাব্য দাম 1,799 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 2,099 ইউয়ান (প্রায় 21,000 টাকা) খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 8 এর সম্ভাব্য দাম 1,199 ইউয়ান (প্রায় 12,000 টাকা)। এখনও Xiaomi -র তরফ থেকে এই দুই ফোনের দাম সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি।
এর সাথেই Redmi Note 8 Pro ফোনের রিটেল বাক্সের ছবি প্রকাশ করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। ডুয়াল গ্রেডিয়েন্ট টোনে এই ফোনের রিটেল বাক্স দেখা গিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় MediaTek Helio G90T চিপসেটের বেঞ্জমার্কিং রেজাল্ট পোস্ট করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। Redmi Note 8 Pro ফোনের ভিতরে এই চিপসেট থাকবে। সেখানে দেখানো হয়েছে Snapdragon 710 চিপসেটের থেকে পারফর্মেন্সে অনেকটাই এগিয়ে রয়েছে Helio G90T।
Redmi Note 8 Pro ফোনে Redmi Note 7 Pro ফোনের থেকে বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকবে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 25X পর্যন্ত জুম।
Redmi Note 7 Pro ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল বেজিং এর কোম্পানিটি। Redmi Note 8 Pro ফোনে থাকহে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকহে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
অন্য এক সশ্যাল মিডিয়া পোস্টে কোম্পানি Redmi Note 8 ফোনের ছবি প্রকাশ করেছিল। সেখানে ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি ওয়াইড ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর। কম আলোতে ছবি তোলার জন্য এই ফোনে বিশেষ নাইট মোড থাকবে।
Xiaomi জানিয়েছে Redmi Note 8 ফোনে থাকবে Snapdragon 665 চিপসেট। সম্প্রতি লঞ্চ হওয়া Mi A3 আর Realme 5 ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে।
29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। একই সাথে Redmi ব্র্যান্ডের অধীনে একটি স্মার্ট টিভি ও একটি ল্যাপটপ লঞ্চ করবে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন