Redmi Note 8 Pro ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি আর MediaTek Helio G90T চিপসেট থাকবে। অন্যদিকে redmi Note 8 ফোনে থাকবে 4,000 mAh ব্যটারি আর Snapdragon 665 চিপসেট।
Redmi Note 8 Pro ফোনে থাকছে Helio G90T চিপসেট
গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। এর মধ্যে Redmi Note 8 Pro ফোনে রয়েছে MediaTek Helio G60T চিপসেট আর 64 মেগাপিক্সেল ক্যামেরা। প্রথম দিন ফ্ল্যাশ সেলে চিনে তিন লক্ষ Redmi Note 8 Pro বিক্রি হয়েছে। Xiaomi জানিয়েছে 6 সেপ্টেম্বর চিনে আবার পাওয়া যাবে এই স্মার্টফোন। আগামী আট সপ্তাহের মধ্যে ভারতে আসছে Redmi Note 8 সিরিজ। ইতিমধ্যেই এই ঘোষনা করেছেন ভারতে Xaiomi প্রধান মনু কুমার জৈন।
চিনে ইতিমধ্যেই Redmi Note 8 Pro বিক্রি শুরু হলেও 17 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে Redmi Note 8। সেই ফোনের ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সর। Redmi Note 8 Pro ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি আর MediaTek Helio G90T চিপসেট থাকবে। অন্যদিকে redmi Note 8 ফোনে থাকবে 4,000 mAh ব্যটারি আর Snapdragon 665 চিপসেট।
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ থ্রি ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6 RAM+64GB স্টোরেজ, 6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। TikTok এর সাথে হাত মিলিয়ে চিনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi।
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series