Photo Credit: Weibo
কয়েক দিন আগেই Xiaomi প্রধান লেই জুন জানিয়েছিলেন Snapdragon 855 চিপসেট আর পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হবে পরবর্তী Redmi ফোন। এবার সোশ্যাল মিডিয়াল একটি Redmi ফোনের পোস্টার ভাইরাল হয়েছে। নতুন ফোনের নাম Redmi Pro 2। এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর পপ-আপ সেলফি ক্যামেরা। ছবিতে সামনে ও পিছন থেকে Redmi Pro 2 ফোনটি দেখা গিয়েছে।
চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi Pro 2 ফোনের ছবি সামনে এসেছে। পোস্টারে চিনে ভাষা এই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহারের খবর জানানো হয়েছে। এছাড়াও এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। অনেকেই মনে করছেন কয়েক দিন আগে এই ফোনের কথাই জানিয়েছিলেন Xiaomi প্রধান।
ছবিতে Redmi Pro 2 ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। ফোনের পিছনে উপর নীচে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের ডান দিকে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন।
অনেক দিন ধরেই ইন্টারনেটে Snapdragon 855 চিপসেট ব্যবহার করে Redmi ফোন লঞ্চের কানাঘুষো চলছিল। গত সপ্তাগে কোম্পানির প্রধানের ঘোষনায় টেক দুনিয়ায় ঝড় উঠেছিল। Redmi Pro 2 ফোনের পোস্টার ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনা সেই জল্পনাকে উস্কে দিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন