বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন বাজারে আনল Samsung। বুধবার সামনে এসেছে নতুন Samsung Galaxy A01। ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। যদিও এখনও এই ফোনের দাম ঘোষণা করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy A01 ফোনে থাকছে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে, 2GB RAM, 3,000 mAh ব্যাটারি। তিনটি রঙে পাওয়া যাবে Galaxy A01।
এখনও Galaxy A01 ফোনের দাম ঘোষণা করেনি Samsung। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কালো, নীল ও লাল রঙে পাওয়া যাবে Samsung-এর নতুন বাজেট স্মার্টফোন।
Samsung Galaxy A01 ফোনে থাকছে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। সাথে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ। Galaxy A01 ফোনে থাকছে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট।
Samsung Galaxy A01 ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।
ডুয়াল সিম Galaxy A01 ফোনে থাকছে 3,000 mAh ব্যাটারি। থাকছে এফএম রেডিও, লাইট সেন্সর আর অ্যাক্সেলেরোমিটার। নতুন এই ফোনের আয়তন 146.3x70.86x8.34 মিলিমিটার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন