কয়েক দিন আগেই মালোয়েশিয়া ও ফিলিপিন্সে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20s। এবার ভারত সহ বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Samsung Galaxy A20s ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা, ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসর। Galaxy A20s ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। সম্প্রতি একই সিরিজে লঞ্চ হয়েছিল Galaxy A30s আর Galaxy A50s।
লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A70s ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন
ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে Galaxy A20s ফোনের দাম জানায়নি Samsung। মালোয়েশিয়ায় Galaxy A20s এর দাম 699 রিংগিত (প্রায় 12,000 টাকা)। কালো, নীল, সবুজ ও লাল রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।
মুহূর্তে চার্জ হবে Redmi 8A ফোনের ব্যাটারি, জানিয়ে দিল Xiaomi
ডুয়াল সিম Samsung Galaxy A20s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। সাথে থাকছে অক্টাকোর প্রসেসর, 3GB RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ। তবে এই ফোনে 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।
Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফফি তোলার জন্য Galaxy A20s ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর।
Amazon Great Indian Festival Sale: সস্তা হচ্ছে এই জনপ্রিয় স্মার্টফোনগুলি
Samsung Galaxy A20s ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। Galaxy A20s ফোনের আয়তন 163.31 x 77.52 x 7.9 মিলিমিটার। সবুজ, কালো আর লাল রঙে পাওয়া যাবে Galaxy A20s।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন