Samsung Galaxy A30 -তে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। আপাতত ভারতের Galaxy A30 গ্রাহকরা এই আপডেট পাবেন। Android 10 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে One UI 2.0 স্কিন। সঙ্গে থাকছে ফেব্রুয়ারি মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চের সময় এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে ছিল One UI 1.0 স্কিন।
সফটওয়্যার ভার্সান A305FDDU4BTB3 -এর হাত ধরে Samsung Galaxy A30 -তে Android 10 আপডেট পৌঁছেছে। আপডেটের পর এই ফোন থেকে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার সহ বিভিন্ন ফিচার বাদ পড়েছে। যদিও এই আপডেটের সঙ্গে Galaxy A30 তে Android 10 -এর ডার্ক মোড যোগ হয়েছে।
শীঘ্রই ভারতে আসতে পারে Mi10 ও Mi 10 Pro; ইঙ্গিত দিলেন Xiaomi প্রধান
Settings > Software update > Download and install থেকে Galaxy A30 -তে Android 10 আপডেট ইন্সটল করা যাবে।
Galaxy A30 ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7904 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C আর 15W ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Galaxy A30 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন