বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে Mi10 ও Mi 10 Pro। আপাতত শুধুমাত্র চিনে Xiaomi -র নতুন ফ্ল্যাগশিপ পাওয়া যাবে। Mi 5 -এর পরে ভারতে এই সিরিজের অন্য কোন স্মার্টফোন আনেনি বেজিংয়ের কোম্পানিটি। যদিও শীঘ্রই ভারতে Mi 10 ও Mi 10 Pro লঞ্চের ইঙ্গিত দিয়েছেন ভারতে কোম্পানির প্রধান মনু কুমার জৈন।
Whoa!!????
— Manu Kumar Jain (@manukumarjain) February 13, 2020
Here's #Mi10 with all the specs one can imagine in a smartphone - SD 865, #108MP ????, 5G and more.
Mi fans, we're working hard to give you all first access to cutting edge smartphone technology in India.
Know what I mean?????#Xiaomi ❤️️ pic.twitter.com/d6r9ngn9JE
চিনে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ লঞ্চের পরেই টুইটারে মনু জানিয়েছেন ভারতে Mi 10 তৈরির পতিকাঠামো না থাকার কারণে 100 শতাংশ ফোন চিন থেকে আমদানি করতে হবে। ফলে ভারতে এই ফোন লঞ্চ হলে চিনের থেকে বেশি দামে বিক্রি হবে এই ফোন।
However, making such a device requires state of the art facilities, which are not available in India.
— Manu Kumar Jain (@manukumarjain) February 13, 2020
We will have to import 100% of units if we launch the #Mi10 in India. Hence, it will have a different pricing model than usual.
RT???? with #Mi10 if you want to see it in India. https://t.co/FbRGe4tvjL
চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 14 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে Xiaomi।
অন্যদিকে Mi 10 Pro এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 18 ফেব্রুয়ারি চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
করোনাভাইরাসের প্রকোপে অনলাইনে লঞ্চ হবে Realme X50 Pro 5G
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
ভারতে Galaxy S20 সিরিজ ও Galaxy Z Flip প্রি-রেজিস্ট্রেশন শুরু করল Samsung
ডুয়াল সিম Mi 10 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি HDR10+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতেও থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 512GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Mi 10 Pro -এর পিছনেও চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় থাকছে 10x জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
Mi 10 Pro -এর ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন